সাব্বির কুমিল্লায়, দ্বিতীয় রাউন্ডেও অবিক্রিত মাশরাফি!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-07 02:24:52

দ্বিতীয় রাউন্ডেও কোনো দল মাশরাফি বিন মর্তুজাকে দলে রাখার আগ্রহ দেখাল না!

বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় সেটের নিলামে প্রথম স্থানীয় কোনো খেলোয়াড়কে লটারিতে দলে টানার সুযোগ পায় রংপুর রেঞ্জার্স। সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা ‘সি’ ক্যাটাগরি থেকে স্পিনার আরাফাত সানিকে দলে নেয়। এই পর্বে কুমিল্লা ওয়ারিয়র্স ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরীকে দলে ভেড়ায়। ঢাকা প্লাটুন ‘ই’ ক্যাটাগরি থেকে দলে নেয় পেসার হাসান মাহমুদকে। সিলেট থান্ডার এই পর্বে স্পিনার নাজমুল ইসলাম অপুকে দলে টানে। খুলনা বেছে নেয় নাজমুল হোসেন শান্তকে। রাজশাহী দলে টানে পেসার আবু জায়েদ রাহীকে। চট্টগ্রাম ‘সি’ ক্যাটাগরি থেকে নাসির হোসেনকে দলে নেওয়ার সিদ্ধান্ত জানায়।

এই পর্বের ফিরতি ড্রাফটে চট্টগ্রাম চ্যালের্ঞ্জাস পেসার রুবেল হোসেনকে দলে নেয়। অলরাউন্ডার ফরহাদ রেজাকে দলে ভেড়ায় রাজশাহী। খুলনা লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে দলে রাখে। সিলেট থান্ডার স্পিনার সোহাগ গাজীকে দলে টানে। ঢাকা প্লাটুন মেহেদি হাসানকে দলে নেওয়ার সিদ্ধান্ত জানায়। কুমিল্লা সাব্বির রহমান এবং রংপুর উইকেটকিপার কাম ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমিকে দলে রাখে।

আশ্চর্যের ব্যাপার নিলামের দ্বিতীয় রাউন্ডেও মাশরাফি বিন মর্তুজাকে কোনো দল নেয়নি!

এ সম্পর্কিত আরও খবর