ক্রিস গেইল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 12:50:53

বিদেশি খেলোয়াড় কোটায় প্রথমে লটারিতে ডাকের সুযোগ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই সুযোগে তারা ক্রিস গেইলকে দলে ভেড়ায়। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা বিপিএলের পেছনের আসরগুলোতে সফল পারফর্মার। টি-টোয়েন্টির ইতিহাসের সেরা ব্যাটসম্যান মানা হয় তাকে। রেকর্ডই তার পক্ষে সেই কথা বলছে।

বিদেশি খেলোয়াড় কোটায় রাজশাহী বেছে নেয় ইংলিশ অলরাউন্ডার রবি বোপারাকে। রংপুর প্রথম সুযোগে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে দলে টানে। কুমিল্লা বেছে নেয় শ্রীলঙ্কার কুশাল জেনিত পেরেইরাকে। খুলনা তাদের পুরনো মিত্র দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোকে দলে টানে। ঢাকা প্লাটুন শ্রীলঙ্কান অলরাউন্ডার তিশারা পেরেইরার নাম ঘোষণা করে। সিলেট বিদেশি কোটার প্রথম রাউন্ডের লটারিতে ওয়েস্ট ইন্ডিজের শারপিন রদারফোর্ড ও আফগানিস্তানের শফিকুল্লাহ সাফাতকে দলে নেয়।

এই রাউন্ডের ফিরতি পর্বের লটারিতে ঢাকা বেছে নেয় ইংল্যান্ডের লরি ইভান্সকে। খুলনা দলে ভেড়ায় গেল মৌসুমে বিপিএল কাঁপানো দক্ষিণ আফ্রিকান রবি ফ্রাইলিঙ্ককে।

আফগানিস্তানের অফস্পিনার মুজিবুর রহমানকে দলে নেয় কুমিল্লা। রংপুর ওয়েস্ট ইন্ডিজের তারকা সাঁই হোপকে দলে টানে। রাজশাহী আফগানিস্তানের মারকুটো ওপেনার হযরতউল্লাহ যাযাইকে দলে নেয়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের পেস বোলিং শক্তি বাড়াতে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামসকে দলের নেওয়ার সিদ্ধান্ত জানায়।

এ সম্পর্কিত আরও খবর