গোলাপি বলে তাইজুলদের পিছিয়ে রাখছেন না ভেট্টোরি

ক্রিকেট, খেলা

আপন তারিক, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কলকাতা (ভারত) থেকে | 2023-08-24 03:42:39

ভারতের মাঠে ভারতের বিপক্ষে স্পিনারদের দৈন্যের গল্প তো আর নতুন নয়। কখনোও এখান থেকে সাফল্য নিয়ে ফিরতে পারেনি স্পিন বোলাররা। এমন কী কিংবদন্তিদেরও দিশেহারা করে ছেড়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। ইন্দোরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেও হতাশই করেছেন বাংলাদেশের স্পিনাররা। এবার কলকাতা মিশন। এখানে আরও বড় চ্যালেঞ্জ। এবার গোলাপি বলে দিন-রাতের খেলা!

এটা সবাই জানেন পিঙ্ক বলে বেশ দাপট পেসারদেরই। ২২ নভেম্বর শুরু হতে যাওয়া ইডেনেও সেই একই দৃশ্যপট দেখার সম্ভাবনাই বেশি। উইকেটে সবুজ ঘাস। এই টেস্টে কেমন করবেন বাংলাদেশের স্পিনাররা?

বুধবার ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমের সামনে এমন প্রশ্নের মুখে পড়তে হলো ড্যানিয়েল ভেট্টোরিকে। যিনি এখন বাংলাদেশ দলের স্পিন কোচ। নিউজিল্যান্ডের এই কিংবদন্তি বলছিলেন, 'দেখুন, স্পিনাররা পিঙ্ক বল টেস্টের বড় অংশ হতে পারে। এটাও ঠিক এখানে দৃশ্যপট ভিন্ন। দ্রুত সূর্য ডুবে যায়। দিনের আলোতে খেলার সময়টাই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না এই টেস্টে স্পিনাররা অপ্রয়োজনীয় হয়ে পড়বে।' তাইজুল ইসলামদের পিছিয়ে রাখতে রাজি নন তিনি।

কিন্তু পরিসংখ্যান অবশ্য জানাচ্ছে খোদ ভেট্টোরিও বল হাতে ভারতে মনে রাখার মতো সাফল্য পাননি। এই স্পিনার ৮ টেস্টে ৩১ উইকেট নিয়েছেন। সেই তিনিই অবশ্য বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছেন না। চরম সত্যটাও বেরিয়ে এসেছে এই কিংবদন্তির মুখ থেকে। ভেট্টোরি বলছিলেন, 'বাড়তি একজন পেসারের সঙ্গে স্পিনারদের প্রধান কাজ হবে রান আটকে রাখা। তবে দিনের আলো নিভে গেলে বল গ্রিপ করা সহজ হবে না।'

নিজের ভারত সফরের প্রসঙ্গটা সামনে এনে ভেট্টোরি জানাচ্ছিলেন, 'ভারত সফর আমার জন্য ছিল দুঃস্বপ্ন। আমাদের স্পিনারদের ওপর সব সময়ই দাপট দেখিয়েছে ভারত। দেশটির উইকেটের ধরন ও ভারতীয় ব্যাটসম্যানদের স্কিল অতিথি দলের স্পিনারদের জন্য কাজটা কঠিন দেয়। ইন্দোর টেস্টে আমরা দেখেছি, মায়াঙ্ক ও রাহানে কিভাবে আমাদের স্পিনারদের চাপে রেখেছে। ইন্দোরের উইকেটে স্পিনারদের করার খুব বেশি কিছু ছিল না। এখানেও হয়তো তেমনটাই হবে।'

তবে ইডেনে বুধবার প্রথম দিন উইকেট দেখে স্পিনারদের খুব একটা সুখবরও দিতে পারলেন না ভেট্টোরি। অবশ্য তার বিশ্বাস দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ পেলে সাফল্য আসতে পারে। বলছিলেন, 'প্রথম ইনিংসে ৬০ রানে বা ৭০ রানে ২ উইকেট, এরকম কিছু করার পরিকল্পনা করতে হবে আমাদের। এরপর দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় থাকতে হবে। আমার মনে হয় সহজ চিন্তা করেই এগোনো উচিত।’

একইভাবে শিষ্যদের প্রশংসাটাও ছিল ভেট্টোরির মুখে। জানাচ্ছিলেন, টাইগার স্পিনারদের সঙ্গে কাজটা বেশ উপভোগই করছেন, 'তাইজুল ও মিরাজকে আগে থেকেই জানতাম। এরপর দেখলাম নাঈম স্পেশাল এক প্রতিভা। টি-টোয়েন্টি সিরিজে লেগ স্পিনার বিপ্লবকে দেখেও মুগ্ধ হয়েছি। ঢাকায়ও আমি বেশ কিছু স্পিনারকে দেখে এসেছি। এই কাজ করাটা আমার জন্য দারুণ সুযোগ। আমি জানি- ওদেরকে নিয়ে অনেক কাজ করতে হবে।'

নিজে দিন-রাতের টেস্ট খেলার সুযোগ পাননি। তবে কোচ হিসেবে অভিজ্ঞতাটা হতে যাচ্ছে ২২ নভেম্বর। ভেট্টোরি কলকাতা টেস্ট শুরুর আগে জানালেন, গোলাপি বলই হতে পারে ভবিষ্যৎ টেস্টের চেহারা!

এ সম্পর্কিত আরও খবর