স্টার্ক-কামিন্স ঝড়ে অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 04:25:24

ব্রিসবেনে টস জিতে শুরুটা ভালোই করে ছিল পাকিস্তান। কোনো উইকেট না হারিয়ে ৭৫ রান তুলে ফেলে অতিথিরা। কিন্তু এরপরই যেন ছন্দ পতনের শুরু। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক-প্যাট কামিন্সের বোলিং তোপে শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। দলীয় স্কোরে ১৯ রান যোগ হতেই নাই হয়ে যায় পাঁচ উইকেট।

পাকিস্তানের ব্যাটিং লাইন-আপের ধ্বংসস্তূপের মাঝে দলের হাল ধরে ব্যাট হাতে দ্যুতি ছড়ান কেবল আসাদ শফিক। তার অনবদ্য হাফ-সেঞ্চুরির ওপর ভর করেই প্রথম ইনিংসে কোনোমতে ২৪০ রানের সম্মানজনক একটা স্কোর গড়তে পেরেছে সফরকারীরা। পাকিস্তানের ইনিংস গুটিয়ে যেতেই শেষ হয় অবশ্য প্রথম টেস্টের প্রথম দিনের খেলা।

১৩৪ বলে ৭ বাউন্ডারিতে ৭৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন মিডল-অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিক। ক্যাপ্টেন আজহার আলি ৩৯ ও মোহাম্মদ রিজওয়ান ৩৭ রানে ফেরেন সাজঘরে। শান মাসুদ ও ইয়াসির শাহর সংগ্রহ যথাক্রমে ২৭ ও ২৬ রান।

অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট শিকার করেন পেসার মিচেল স্টার্ক। প্যাট কামিন্স তিনটি আর জশ হ্যাজলউড নেন দুটি উইকেট।

সংক্ষিপ্ত ইনিংস-

পাকিস্তান প্রথম ইনিংস: ২৪০/১০, ৮৬.২ ওভার (আসাদ ৭৬, আজহার ৩৯, রিজওয়ান ৩৭, মাসুদ ২৭ ও ইয়াসির ২৬; স্টার্ক ৪/৫২, কামিন্স ৩/৬০ ও হ্যাজলউড ২/৪৬)।

*প্রথম দিন শেষে

এ সম্পর্কিত আরও খবর