দ্বিতীয় ইনিংসে ভয়াবহ শুরু, ইডেনে মুমিনুলের জোড়া শূন্য

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 06:32:23

প্রথমে সাদমান ইসলাম। খানিক বাদে মুমিনুল হক। দুজনেই ফিরলেন শূন্য রানে। দুজনেই আউট ইশান্ত শর্মার বলে। সাদমান তো ফিরলেন ইনিংসের প্রথম ওভারেই। মুমিনুল বেশি সময় নিলেন না। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট বাংলাদেশ অধিনায়ক। পিঙ্ক টেস্ট শেষ হলো অধিনায়কের জোড়া শূন্য দিয়ে!

স্কোরবোর্ডে বাংলাদেশের তখন ত্রাহি অবস্থা। ২ রানে নেই ২ উইকেট। চটজলদি উইকেটের পতনের পর চার নম্বরে ব্যাট করতে নামেন যথারীতি মোহাম্মদ মিঠুন। অথচ দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম তখনো ডাগআউটে। চলতি সিরিজের প্রথম তিন ইনিংসে তিনি ব্যাট করেছিলেন পাঁচ নম্বরে। সেই ধারাবাহিকতা রাখছেন সিরিজের শেষ ইনিংসেও।

ইনিংস হার বাঁচাতে হলে এই ইনিংসে বাংলাদেশকে করতে হবে ২৪১ রান। সেই সম্ভাবনার পথ অনেক দূরে। ভারত তাদের প্রথম ইনিংস ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে। ইডেনে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১০৬ রানে।

যেভাবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে তাতে আশঙ্কা জাগছে এই টেস্ট ম্যাচ না দ্বিতীয় দিনেই শেষ হয়ে যায়! সব মিলিয়ে বাংলাদেশকে দ্বিতীয় দিনে ব্যাট করতে হবে ৪৪ ওভার।

এ সম্পর্কিত আরও খবর