এবাদত আউট শুরুতে, ব্যাটিংয়ে অনিশ্চিত মাহমুদউল্লাহ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 21:06:32

আশঙ্কাটা তাহলে থেকেই গেল! হ্যামস্ট্রিং চোট নিয়ে আগের দিন মাঠ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ আর ব্যাট করতে নামতে পারছেন না। তৃতীয়দিনের খেলায় মুশফিকের সঙ্গে এবাদত হোসেন ব্যাট করতে নামায় সেই আশঙ্কাটা আরও জোরাল হয়।

বাংলাদেশের ড্রেসিংরুমের সূত্রে জানা যায়- হ্যামস্ট্রিং চোট থেকে মুক্তি মেলেনি মাহমুদউল্লাহ রিয়াদের। সাধারণত হ্যামস্ট্রিং বা সহজ বাংলায় যাকে বলে পেশি বা রগে টান- সেটা খুব সহজেই লাঘব হয় না। শনিবার (২৩ নভেম্বর) রাতভর বিশ্রামে কাটালেও মাহমুদউল্লাহ রিয়াদ হ্যামস্ট্রিং এর সমস্যা থেকে সেরে উঠতে পারেননি।

মাহমুদউল্লাহ দ্বিতীয়দিনের শেষ সেশনে ৩৯ রান করার পর হ্যামস্ট্রিং চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তিনি ঠিকমতো মাঠে দাঁড়াতেই পারছিলেন না। হাঁটতেও তার কষ্ট হচ্ছিল।

মুশফিকের সঙ্গে তৃতীয়দিনের খেলা শুরু করতে নামা এবাদত বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। দিনের তৃতীয় ওভারেই স্লিপে ক্যাচ তুলে ফেরেন এবাদত। কোনো রানই করতে পারেননি তিনি। ১৫২ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

আল-আমিন এসে যোগ দেন মুশফিকের সঙ্গে ব্যাটিংয়ে। এ পরিস্থিতিই জানাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে নামার মতো ফিটনেস ফিরেই পাননি!

এ সম্পর্কিত আরও খবর