খবরটা আগেই রটে ছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেটের নির্বাচক হতে যাচ্ছেন জর্জ বেইলি। বুধবার, ২৭ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে তিন জনের নির্বাচক প্যানেলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এ টি-টোয়েন্টি অধিনায়ক।
নির্বাচক প্যানেলের চেয়ারম্যান ট্রেভর হর্নস ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে মিলে এখন থেকে অস্ট্রেলিয়ান দলের ক্রিকেটারদের বাছাই করবেন বেইলি। গ্রেগ চ্যাপেল অবসর নেওয়ায় তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন তিনি।
নির্বাচক হলেও মাঠের খেলাটা এখনো চালিয়ে যাবেন বেইলি। এবং তা চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরই তাসমানিয়া ও হোবার্ট হারিকেনসের হয়ে খেলেই বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনে জাতীয় নির্বাচক প্যানেলে স্থায়ী হবেন।