চেলসির পর জয় বঞ্চিত লিভারপুলও

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 08:51:34

বার্সেলোনা জিতলেও বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন লিভারপুল হোঁচট খেয়েছে ঘরের মাঠ দ্য অ্যানফিল্ডে। মোহাম্মদ সালাহর দল ১-১ গোলে ড্র করেছে নাপোলির সঙ্গে। যে কারণে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল পর্বে পা রাখতে অপেক্ষায় থাকতে হচ্ছে কোচ জুর্গেন ক্লপের দলকে।

গ্রুপের শেষ ম্যাচে রেডবুল সালজবুর্গের মাঠ থেকে যে করেই হোক অন্তত একটি পয়েন্ট দ্য রেডস শিবিরকে সংগ্রহ করতেই হবে।

ম্যাচের ২১তম মিনিটে ড্রিয়েস মার্টেন্সের গোলে এগিয়ে যায় সফরকারী নাপোলি। পরে ৬৫তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ডেজান লভরেন।

ভ্যালেন্সিয়ার মাঠে চেলসির ড্র, ছবি: সংগৃহীত

ড্র করেছে চেলসিও। রোমাঞ্চকর ম্যাচে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে ২-২ গোলে রুখে দিয়েছে ভ্যালেন্সিয়া। শেষ ষোলতে খেলতে হলে গ্রুপের শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হবে এখন তাদের।

ম্যাচের ৪০তম মিনিটে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন কার্লোস সোলার। পরের মিনিটেই অতিথি চেলসি সমতায় ফেরে মাতেও কোভাচিচের গোলে।

৫০তম মিনিটে ক্রিশ্চিয়ান পিউলিসিকের গোলে জয়ের স্বপ্ন বুনলেও শেষ রক্ষা হয়নি স্টামফোর্ড ব্রিজ শিবিরের। ৮২তম মিনিটে ড্যানিয়েল ওয়াস গোল করে চেলসির জয়ের স্বপ্ন ভেঙে দেন।

অন্য ম্যাচে রোমেলু লুকাকু পেয়েছেন ক্যারিয়ারের ২৫০তম গোলের দেখা। সুবাদে তার দল ইন্টার মিলান ৩-১ হারিয়েছে স্লাভিয়া প্রাগকে। এতেই ইউরোপ সেরার লড়াইয়ে শেষ ষোল পর্বের টিকিট প্রাপ্তির সম্ভাবনা জোরালো হয়েছে ইতালিয়ান এ জায়ান্টের।

এ সম্পর্কিত আরও খবর