শুধু মাঠে নয়, মাঠের বাইরেও হারছে বাংলাদেশের ক্রিকেট!

ক্রিকেট, খেলা

এম.এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-31 03:56:05

হালফিলের ক্রিকেট এখন আর সুসংবাদ জন্য নয়, বরং দুঃসংবাদ নিয়েই হররোজ শিরোনাম হচ্ছে! পেছনের পাঁচ মাসে বাংলাদেশের ক্রিকেট ইতিবৃত্ত সেই প্রমাণই দিচ্ছে।

তেমনই কয়েকটা উদাহরণ।

বিশ্বকাপের ‘হানিমুন’ শেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেই! শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজে বাংলাদেশের হার। সেই যে গোত্তা খেলো দল। এখনো আর উঠে দাঁড়াতে পারল না। দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে হারল। বৃষ্টিতে টি-টোয়েন্টির ট্রফি ভাগাভাগি হলো আফগানিস্তানের সঙ্গে। অক্টোবরে হঠাৎ ক্রিকেট বিদ্রোহ। টানা তিন দিন বাংলাদেশের ক্রিকেটে তখন একটাই আলোচনা- ক্রিকেটার বনাম বিসিবি! পুরো ক্রিকেট প্রশাসন চ্যালেঞ্জে পড়ল।

সেই বিদ্রোহ-বিরোধ মিটতেই শুরু সাকিব সমস্যা! ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরও সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোর অপরাধে সাকিবকে আইসিসি সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ করল।

যেই শুনছেন খবরটা তিনিই চমকে উঠছেন- তাই বলে সাকিব! ঠিক শুনছি তো!

এরই মধ্যে চলে এল ভারত সফর। তামিম ইকবাল এই সফরেও ছুটিতেই থাকলেন। অপ্রস্তুত এবং পরিকল্পনাহীন একটা দল নিয়ে ভারত সফরে গিয়ে টেস্ট সিরিজে গোত্তা খেল বাংলাদেশ। হারল দুটো টেস্টই বিশাল বড় ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজেও হার। যে প্রক্রিয়ায় বাংলাদেশ দুই টেস্ট সিরিজে হারল তাতে ২০ বছরের টেস্ট ক্রিকেটের স্ট্যাটাসই যে আরেকবার টলে উঠছে!

২০ বছরে পা রেখেও বাংলাদেশ এখনো টেস্ট ক্রিকেটে শিক্ষানবিশ! সত্যিকার অর্থে শীর্ষস্থানীয় টেস্ট দলগুলোর সামনে বাংলাদেশকে মনে হচ্ছে প্রাথমিক স্কুলের ঐ অসহায় ছাত্রের মতো; যে স্কুলের বারান্দায় পা দিয়েই কাঁদতে শুরু করে!

২০ বছরকে তো আর ‘বালক’ বলার উপায় নেই!

এতো গেল মাঠের ক্রিকেটের দুরাবস্থা। মাঠের বাইরে কান্নাকাটি যে আরও তুমুল!

বিসিবির এক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া জেল হাজতে। ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত তিনি। মাদক মামলা আনা হয়েছে তার বিরুদ্ধে। বিদেশি টাকা পাচারের অভিযোগে আরো দুটি মামলাও হয়েছে তার নামে।

আরেক প্রভাবশালী পরিচালক মাহবুব আনামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দুদক অভিযোগ করেছে-ক্রিকেট বোর্ডের বিভিন্ন টেন্ডারে অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং স্পন্সর নির্বাচনে তিনি অবৈধ পন্থায় কোটি কোটি টাকা পকেটস্থ করেছেন। তাকে এখন বিদেশে যেতে দিলে তিনি পালিয়ে যাবেন- এই আশঙ্কার কথা জানিয়ে দুদক দেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তার নাম ও পাসপোর্ট নম্বর জমা দিয়েছে। বিসিবির মর্যাদা অনুযায়ী মাহবুব আনামের চেয়ারটা ঠিক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পাশেরটাই!

বিপিএল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের শায়েস্তা করতে গিয়ে বিসিবি এবার নিজেরাই এই টুর্নামেন্টের ‘ফ্র্যাঞ্চাইজি’! সব দলের মালিক তারাই। পরিচালক-প্রযোজক-পরিবেশক সব কিছুই তারা। তবে শুরুর আগেই যে এই টুর্নামেন্ট আরেকবার আন্তর্জাতিক পরিমণ্ডলে বাজেভাবে উপস্থাপিত হলো। ক্রিস গেইল গলা চড়িয়ে জানিয়ে দিয়েছেন- তিনি কিছুই জানেন না, অথচ বিপিএল ড্রাফটে তার নাম কে যেন লিখে দিল?

গেইলের এই মন্তব্য আন্তর্জাতিকভাবে বিপিএলের মর্যাদাকে ক্ষুণ্নই করেছে। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই যে বিপিএলও হারতে শুরু করল!

সর্বশেষ খবর ভারত সফর শেষে ভিসা জটিলতায় পড়ে বিমানবন্দর থেকে আবার হোটেলে ফিরতে হয়েছে ক্রিকেটার সাঈফ হাসানকে। তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। শেষে তাকে ২১,৬০০ রুপি জরিমানা গুনে দেশে ফিরতে হয়েছে। প্রশ্ন হলো দলের ক্রিকেটারের পাসপোর্টে ভিসার মেয়াদ আছে কিনা- সেটা দেখার দায়িত্ব তো দলের ম্যানেজারের।

তো ম্যানেজার মশায় সেই দায়িত্ব পালন করলেন কই?

২২ গজের ক্রিকেটে ক্রিকেটারদের ন্যুব্জ পারফরম্যান্স। আর বৃত্তের বাইরে সংগঠকদের হাজত, দেশত্যাগে নিষেধাজ্ঞা, দায়িত্বহীনতা- ক্রিকেটে হারের পরিধি কিন্তু ক্রমশই বাড়ছে!

এ সম্পর্কিত আরও খবর