চাকরি হারালেন উনাই এমেরি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 06:54:53

টানা সাত ম্যাচ ধরে আর্সেনালে জয়ের দেখা নেই। দলের এমন খারাপ অবস্থার মধ্যে প্রচণ্ড চাপের মধ্যেই ছিলেন কোচ উনাই এমেরি। দলের বাজে পারফরম্যান্সের কারণে এবার চাকরিটাই হারালেন এ স্প্যানিশ কোচ।

আর্সেন ওয়েঙ্গারের উত্তরসূরি হয়ে ছিলেন উনাই এমেরি। ১৮ মাস দায়িত্ব পালন করতে না করতেই আর্সেনাল থেকে বরখাস্ত হলেন তিনি।

সহকারী কোচ ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার ফ্রেডি লুঙ্গবার্গ এখন গানারদের আপদকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ফরাসি লিগ ওয়ান ও সেভিয়াকে ইউরোপা লিগ জেতানো এমেরি আর্সেনালে যোগ দিয়ে ছিলেন ২০১৮ সালের মে-তে।

টানা ছয় ম্যাচে জয় বঞ্চিত আর্সেনাল ঘরের মাঠে নেমে ছিল জয়ের দেখা পেতে। কিন্তু না। এবারও হলো না। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের ম্যাচে ফ্রাঙ্কফুর্টের কাছে ২-১ গোলে হেরে বসে তারা।

১৯৯২ সালের ফেব্রুয়ারির পর আর্সেনালের টানা জয় না পাওয়ার এটাই সব চেয়ে বাজে রেকর্ড। সেসময় জর্জ গ্রাহামের অধীনে টানা আট ম্যাচ জয় পায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের এ জায়ান্ট ক্লাবটি।

চলতি মৌসুমে ৬ অক্টোবরের পর প্রিমিয়ার লিগে কোনো ম্যাচই জেতেনি আর্সেনাল। ১৮ পয়েন্ট নিয়ে এখন তারা পড়ে আছে আট নাম্বারে।

লন্ডনের এ ক্লাবের হাতে সর্বশেষ জয় ধরা দিয়ে ছিল ২৫ অক্টোবর। ইউরোপা লিগে ভিতোরিয়া এসসির বিপক্ষে।

 

এ সম্পর্কিত আরও খবর