বার্নসের পর রুটের শতরানে স্বস্তি ইংল্যান্ডের

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 20:18:19

নিউজিল্যান্ডের মাঠে শুরুতেই পথ হারিয়ে ছিল ইংল্যান্ড। দলের ১১ রানেই উইকেট পতনের শুরু। এরপর ২৪ রানে শেষ আরেকটি উইকেট। মনে হচ্ছিল কিউইদের বিপক্ষে মুদ্রার অন্য পিঠটাও দেখবে সফরকারীরা। কিন্তু জো রুট আর ররি বার্নসের শতরানে এসেছে স্বস্তি।

হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে জমে উঠেছে ব্যাট-বলের লড়াই। যদিও ইনিংসের শুরুতে ভিন্ন কিছুরই ইঙ্গিত মিল ছিল। কিন্তু রুট-বার্নসের সেঞ্চুরি পথ দেখাল অতিথিদের। তারাই দলকে ঠিকই পথ দেখলেন।

রোববার সেডন পার্কে ৫ উইকেটে ২৬৯ রান নিয়ে দিন শেষ করল ইংল্যান্ড। এখনো নিউজিল্যান্ডের চেয়ে ১০৬ রানে পিছিয়ে রয়েছে ইংলিশরা। যদিও হাতে আছে ৫ উইকেট। ১১৪ রানে অপরাজিত রুট।

সকালে ২ উইকেটে ৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করেন রুট ও বার্নস। এই দুই ক্রিকেটার তৃতীয় উইকেটে যোগ করেন ১৭৭ রান। এরমধ্যে অফফর্ম কাটিয়ে শতরান করেন রুট। বার্নসও দেখা পেলেন তিন অঙ্কের।

দেখে-শুনে খেলে ৯৭ বলে হাফসেঞ্চুরি আসে বার্নসের ব্যাটে। রুট আরও দেখে-শুনে খেললেন। তিনি ফিফটি করেন ১৪৫ বলে। এর মধ্যে বার্নসকে অবশ্য প্রাণ দিয়েছেন কিউই ফিল্ডাররা। আগের দিন দুবার বেঁচেছেন। রোববার ব্যক্তিগত ৮৭ রানে ফিরতে পারতেন তিনি। কিন্তু রান আউট থেকে বেঁচে যান।

শেষ পর্যন্ত ২০৯ বলে ১৫টি চারে ১০১ রানে থামেন বার্নস। এরপর বেন স্টোকস ২৬ রান তুলে ধরেন সাজঘরের পথ। ওয়েগনার শতক করেন ২৫৯ বলে। বেশ ধীর গতিতে খেলে ১৪ ইনিংস পর ইংলিশ অধিনায়ক তুলে নেন শতরান।
 
নিউজিল্যান্ডের হয়ে ২৬ ওভারে ৬৩ রানে ২ উইকেট নেন টিম সাউদি।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৭৫/১০।  
ইংল্যান্ড ১ম ইনিংস: ৯৯.৪ ওভারে ২৬৯/৫ (বার্নস ১০১, সিবলি ৪, ডেনলি ৪, রুট ১১৪*, স্টোকস ২৬, ক্রলি ১, পোপ ৪*; সাউদি ২/৬৩, হেনরি ১/৫৬, ওয়েগনার ১/৭৬)।

এ সম্পর্কিত আরও খবর