লারার রেকর্ড ভাঙবে রোহিত- ডেভিড ওয়ার্নার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 02:20:46

টেস্ট ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার (৩৩৫*)। এবং সেটা পাকিস্তানের বিপক্ষে চলতি গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টে।

অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন ৩ উইকেটে ৫৮৯ রানে প্রথম ইনিংস ঘোষণা না করলে হয়তো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড নট আউট ৪০০ রানের মাইলফলক অনায়াসেই স্পর্শ করতে পারতেন ওয়ার্নার। এমন বিশ্বাস ওয়ার্নার ভক্তদের। এ রেকর্ড থেকে ওয়ার্নার ছিলেন মাত্র ৬৫ রান দূরে। ওয়ার্নারকে সুযোগটা না দেওয়ায় পেইনকে ক্রিকেট অনুরাগীরা দিচ্ছেন দুয়ো।

যদিও নিজে লারার রেকর্ডটি ভাঙতে পারেননি ওয়ার্নার। তবে অস্ট্রেলিয়ান মারকুটে এ ওপেনারের বিশ্বাস, লারার ৪০০ রানের রেকর্ডটা ভেঙে ফেলতে পারেন ভারতীয় বিস্ফোরক ওপেনার রোহিত শর্মা।

ওয়ার্নার জানান, ‘রেকর্ডটা ভাঙা কঠিন। বল দীর্ঘ সীমানা পার করতে হয়। চেষ্টা করাও কঠিন। ক্লান্তি চলে আসে। হাতও সায় দিতে চায় না। যদি কোনো খেলোয়াড়ের নাম বলি। তাহলে আমার দৃষ্টিতে, রোহিত শর্মা রেকর্ডটা একদিন ভেঙে ফেলবে। অবশ্যই।’

লারার নট আউট ৪০০ রান হলো পাঁচ দিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে কৃতিত্বটা গড়ে ছিলেন ক্যারিবীয় এ ক্রিকেট রাজপুত্র।

এ সম্পর্কিত আরও খবর