নেপালকে ১০ উইকেটে হারাল বাংলাদেশের নারী দল

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 16:26:26

ঠিক যাকে বলে ঝটপট জয়। সেটাই করে দেখালো বাংলাদেশের নারী দল তাদের দ্বিতীয় ম্যাচে। নেপাল গুটিয়ে গেল মাত্র ৫০ রানে। সেই রান তাড়ায় নেমে বাংলাদেশের নারী দল ম্যাচ জিতল ১০ উইকেটে, তখনো ম্যাচের ৭৪ বল বাকি!

চলতি এস এ গেমসে এটি বাংলাদেশ নারী দলের দ্বিতীয় বড় জয়। প্রথম ম্যাচে আগের দিন তারা ৭ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে।

পোখরায় বুধবার, ৪ ডিসেম্বর সকালে বাংলাদেশ টসে জিতে  নেপালকে ব্যাটিংয়ে পাঠায়। স্বাগতিক দল ব্যাটিংয়ে মোটেও সুবিধা করতে পারেনি। ১৯.২ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয় তারা। মিডলঅর্ডারের তিনজন ছাড়া বাকিদের আর কেউ ডাবল ফিগারে যেতে পারেননি। শেষ সাত উইকেট হারায় নেপাল মাত্র ৯ রানে! ১৩.২ ওভারে ৪ উইকেটে ৪১ রান থেকে হঠাৎ ৫০ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। আর স্বাগতিকদের এই ব্যাটিং ধসের মুল কাজটা করেন রাবেয়া খান। ৪ ওভারে ২ মেডেনসহ মাত্র ৮ রানে ৪ উইকেট শিকার করেন তিনি।

 পেসার জাহানারা আলমকে শুরুতে খেলতে পারেনি নেপালের মেয়েরা। জাহানারা ৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ২ রানে তুলে নেন ২ উইকেট।

রান তাড়ায় নেমে বাংলাদেশের নারী দলের দুই ওপেনার মুরশিদা খাতুন ও আয়েশা খাতুন দলকে কোন ক্ষতি ছাড়াই ১০ উইকেটের বিশাল জয় এনে দেন। মাত্র ৭.৪ ওভারে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

গেমসে বাংলাদেশ নারী দল তাদের তৃতীয় ম্যাচ খেলবে বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ।

সংক্ষিপ্ত স্কোর: নেপাল ৫০/১০ (১৯.২ ওভারে, বেলবাসি ১৩, রাবেয়া ৪/৮, জাহানারা ২/২)। বাংলাদেশ ৫১/০ (৭.৪ ওভারে, আয়েশা ২৩*, মুরশিদা ২৬*)। ফল: বাংলাদেশ নারী দল ১০ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: রাবেয়া খান।

এ সম্পর্কিত আরও খবর