চিলি আতঙ্ক নিয়েই কোপায় নামবে আর্জেন্টিনা

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 02:24:16

কোপা আমেরিকায় চিলি মানেই আর্জেন্টিনার জন্য আতঙ্কের এক নাম। ২০১৫ ও ২০১৬ টানা দুই টুর্নামেন্টে তাদের কাছে হেরেই সর্বনাশ হয়ে ছিল আর্জেন্টিনার। সেই চিলিকেই এবার গ্রুপ পর্বে পেল লিওনেল মেসির দল।

২০২০ সালে অনুষ্ঠেয় কোপা আমেরিকায় আর্জেন্টিনা আছে ‘এ’ গ্রুপে। সেখানে ১৪ বারের চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে আরও পেল চিলি, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও বলিভিয়াকে।

আসছে বছর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপায় খেলবে ১২ দল। প্রতি গ্রুপে ছয়টি করে দল। আমন্ত্রিত হিসেবে আছে অস্ট্রেলিয়া। ফেভারিট ব্রাজিল আছে গ্রুপ ‘বি’-তে। সেখানে ৫ বারের বিশ্বকাপ জয়ীদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও কাতার।

অস্ট্রেলিয়ার মতো আমন্ত্রিত হিসেবে খেলছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারও।

মঙ্গলবার সাউথ আমেরিকা ফুটবল সংস্থা (কনমেবল) কোপার ড্র অনুষ্ঠান আয়োজন করে।

এবার আর্জেন্টিনা প্রথম ম্যাচেই খেলবে চিলির সঙ্গে। ১২ জুন, লড়াই বুয়েন্স আয়ার্সে।

কলম্বিয়ার সঙ্গে যৌথভাবে কোপার আসর আয়োজন করবে আর্জেন্টিনা। টুর্নামেন্টে মোট ৩৮ ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২০ কোপার গ্রুপিং-

গ্রুপ এ : আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া ও অস্ট্রেলিয়া।
গ্রুপ বি: ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু ও কাতার।

এ সম্পর্কিত আরও খবর