চারশ ছক্কার অপেক্ষায় রোহিত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 12:11:34

আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যে ৩৯৯ ছক্কা হাঁকিয়ে ফেলেছেন রোহিত শর্মা। দরকার মাত্র আর একটি ছক্কা। তাহলেই সব ধরনের ক্রিকেটে ৪০০ ছক্কা মারার মাইলফলক ছুঁয়ে ফেলবেন ভারতীয় এ ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই ৪০০ ছক্কার ক্লাবে পৌঁছে যেতে পারেন রোহিত। শুক্রবার হায়দরাবাদে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একটি ছক্কা হাঁকালেই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০০ ছক্কার ক্লাবে ঢুকে যাবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ৪০০ এর অধিক ছক্কা আছে কেবল ক্রিস গেইল ও শহীদ আফ্রিদির। ৫৩৪ ছক্কা হাঁকিয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডটি ধরে রেখেছেন ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটসম্যান গেইল। তার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি। তিনি ছক্কা হাঁকিয়েছেন ৪৭৬টি।

একদিনের ক্রিকেটে রোহিতের ছক্কা ২৩২টি। টেস্টে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ৫২ ও ১১৫টি। গত তিন বছর ধরে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড ধরে রেখেছেন রোহিত। চলতি বছর এখন পর্যন্ত তিনি পেয়েছেন ৬৭টি ছক্কা। আগের দুই বছর ছিল ৬৫টি (২০১৭ সালে) ও ৭৪টি (২০১৮ সালে)।

এ সম্পর্কিত আরও খবর