ফরাসি লিগ ওয়ানে জয় ছিনিয়ে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বর্তমান চ্যাম্পিয়নরা অনায়াসেই ২-০ গোলে হারিয়েছে নঁতে-কে।
দারুণ এ জয় দিয়ে লিগে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল শীর্ষে থাকা পিএসজি।
পার্ক দেস প্রিন্সেসে প্রথমার্ধে কোনো গোলের দেখা মেলেনি। বিরতির পর নঁতের রক্ষণ চিড়ে গোল আদায় করে নেয় প্যারিসের জায়ান্ট ক্লাবটি। ৫২তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে কাইলিয়ান এমবাপ্পের ব্যাকহিল গোলে এগিয়ে যায় পিএসজি।
ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে পেনাল্টি থেকে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। চলতি মৌসুমে এটি নেইমারের পঞ্চম গোল। ৫ অক্টোবরের পর এটাই তার প্রথম গোল।
১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক মার্সেই। এক ম্যাচ কম খেলা পিএসজির সংগ্রহ এখন ৩৬ পয়েন্ট।