স্বর্ণের লড়াইয়ে টিকে থাকলেন জামাল ভুঁইয়ারা

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-14 06:49:29

অবশেষে পথে ফিরল বাংলাদেশ ফুটবল দল। হার দিয়েই দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে পথচলা শুরু হয়েছিল। পরের ম্যাচেই ড্র। তবে এবার ছন্দের দেখা পেলেন লাল-সবুজের প্রতিনিধিরা। তৃতীয় ম্যাচে এসে মিলল সাফল্য।

বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র গোলটি করেন মাহবুবুর রহমান সুফিল।

খেলার একাদশ মিনিটে লিড নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। অধিনায়ক জামাল ভূইয়ার ভাসানো ক্রস ধরে এগিয়ে যান সাদউদ্দিন। তারপর ব্যাক পাসে সাদ বল দেন সুফিলকে। ফাঁকা পোস্টে গোল আদায় করে নেন এই স্ট্রাইকার (১-০)।

এই জয়ে সোনার পদক জয়ের লড়াইয়েও টিকে থাকলেন জামাল ভুঁইয়ারা।

এবারের এসএ গেমসে ১টি করে জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ভুটান তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। স্বাগতিক নেপাল দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে এরপরই। শ্রীলঙ্কা ও মালদ্বীপের অর্জন ২ পয়েন্ট।

লিগ পদ্ধতির এই লড়াইয়ে রোববার নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক নেপালের সঙ্গে লড়বে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর