শ্রীলঙ্কাকে হারালেই স্বর্ণপদক সালমাদের

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-06 01:00:27

শক্তিশালী দল নিয়েই এসএ গেমস মিশনে আছে বাংলাদেশ ক্রিকেট দল। নামের প্রতি সুবিচার করে দাপটে এগিয়েও যাচ্ছে সালমা খাতুনের দল। আর একটি ম্যাচ জিতলেই ধরা দেবে সোনার পদক। দক্ষিণ এশিয়ান গেমসের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

মেয়েদের ক্রিকেটের ফাইনালে শুক্রবার লঙ্কানরা অনায়াসে হারিয়েছে নেপালকে।

এর আগে নেপালকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। ম্যাচে ২৪৯ রানের জয় দিয়ে এক ম্যাচ আগেই পথ খুঁজে নেয় দল। তার আগে প্রথম ম্যাচে টাইগ্রেসরা ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে।

ভারত-পাকিস্তানের দল নেই এসএ গেমসের লড়াইয়ে। এরমধ্যে সালমাদের বড় চ্যালেঞ্জের নাম শ্রীলঙ্কা। যারা নেপালকে ৪১ রানে হারিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে খেলায় নির্ধারিত ২০ ওভারে তারা তুলে ১১৮ রান। জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নেপাল তুলে ৭৭ রান।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অবশ্য বড় সংগ্রহ গড়তে পারেনি। এরমধ্যে ওপেনার জানাদি আনালির ব্যাট থেকে আসে ৩৫ রান। লিহিনি অপ্সরা ২৭ বলে করেন ৩৭। জবাবে নেমে প্রতিরোধ গড়তে পারেনি নেপাল। ১৯ রান আসে অধিনায়ক রুবিনা ছেত্রির ব্যাট থেকে। সাচিনি নিসানশালা ৪ ওভারে ১৬ রানে শিকার করেন ৩ উইকেট।

এই হারের পর শনিবার ব্রোঞ্জের লড়াইয়ে নেপাল লড়বে মালদ্বীপের সঙ্গে। রোববার স্বর্ণপদকের লড়াই। ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

এ সম্পর্কিত আরও খবর