জন্মভূমি ব্রাজিলের হয়ে পেলে সর্বশেষ ম্যাচ খেলেন ১৯৭১ সালের জুলাইতে। তৎকালীন যুগোস্লাভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি এ ফুটবল কিংবদন্তি খেলেন রিও ডি জেনেরিও এর মারাকানা স্টেডিয়ামে। হঠাৎ এ ম্যাচ সামনে আসল কেন?
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলা ক্যারিয়ারের সেই শেষ ম্যাচে যে জার্সি গায়ে চাপিয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার। সেই জার্সিটি বৃহস্পতিবার নিলামে বিক্রি হয়ে গেল। ইতালির তুরিন বোলাফি অকশন হাউজে হওয়া নিলামে তিনবারের বিশ্বকাপ জয়ী পেলের জার্সিটি বিক্রি হয়েছে ৩০ হাজার ইউরোতে (৩৩ হাজার ডলার)।
নিলামে উঠে ছিল আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার একটি জার্সিও। ১৯৮৯-৯০ মৌসুমে নাপোলির হয়ে খেলা তার সেই জার্সি বিক্রি হয়েছে সাড়ে ৭ হাজার ইউরোতে।