১২ দল নিয়ে শুরু প্রিমিয়ার ডিভিশন দাবা

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 15:10:29

ফের ব্যস্ত হয়ে উঠল দেশের দাবা অঙ্গন। শনিবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন রেফ্রিজারেটর প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৯।’ এবার এই আয়োজনে অংশ নিচ্ছে মোট ১২টি দল। প্রতিযোগিতা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

শনিবার প্রথম রাউন্ডে বাংলাদেশ পুলিশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে একসেস চেস ক্লাবকে হারিয়েছে। দিনের অন্য ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-১ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে বাংলাদেশ বিমানকে, বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে হারিয়েছে।

এবারের এই প্রতিযোগিতায় আজারবাইজান, বাংলাদেশ, বেলারুশ, জর্জিয়া, ভারত, নেপাল, রাশিয়া ও তাজিকিস্তানের ১০ জন গ্র্যান্ড মাস্টার, ৭ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৭১ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।

অংশগ্রহণকারী দলগুলো হলো-গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব, গতবারের রানার্স-আপ বাংলাদেশ নৌবাহিনী দাবা দল, গোল্ডেন স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, বাংলাদেশ পুলিশ (ইসফট এরিনা ক্লাবের পরিবর্তে), সোনারগাঁও চেস ক্লাব, তিতাস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, একসেস চেস ক্লাব, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি (প্রথম বিভাগ থেকে) ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (প্রথম বিভাগ হতে)।

শনিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) দাবা লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা। এছাড়া উপস্থিত ছিলেন দাবা লিগ কমিটির চেয়ারম্যান গাজী সাইফুল তারেকসহ অনেকেই।

এ সম্পর্কিত আরও খবর