নারীদের দলগত আর্চারিতেও বাংলাদেশের স্বর্ণপদক জয়

বিবিধ, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-16 01:57:14

এসএ গেমসের রোববার, ৮ ডিসেম্বরের সকালটা স্বর্ণময় করে তুলছে আর্চারি। পুরুষদের রিকার্ভের দলগত ইভেন্টে স্বর্ণপদক জয়ের পর বাংলাদেশের নারীদলও এই ইভেন্টে স্বর্ণ জিতেছে।

চলতি এসএ গেমসে এটি বাংলাদেশের নবম স্বর্ণপদক জয়। পুরুষদের মতো এই ইভেন্টেও বাংলাদেশের নারীরা দলগতভাবে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

এই দলটি শনিবার, ৭ ডিসেম্বর সেমিফাইনালে ৬-০ সেটে হারিয়েছিল নেপালকে। এবারের গেমসে এখন পর্যন্ত আর্চারিতে স্বর্ণপদকের দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আর এই দুটিতেই বাংলাদেশ স্বর্ণপদক জিতেছে।

এখনো আর্চারির আরো ৮টি স্বর্ণপদকের ফয়সালা বাকি। আর্চারির প্রায় সব ইভেন্টেই স্বর্ণপদক জয়ের জন্য বাংলাদেশকে হট ফেভারিট ভাবা হচ্ছে।

উল্লেখ্য, এবারের গেমসের আর্চারিতে শক্তিশালী প্রতিপক্ষ ভারত অংশ না নেয়ায় এই ডিসিপ্লিনে বাংলাদেশের স্বর্ণজয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

আরও পড়ুন: আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ

এ সম্পর্কিত আরও খবর