নেপালের কাছে হেরে ফুটবলে স্বর্ণ জয়ের স্বপ্ন শেষ

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-20 18:43:50

হিসেবটা সহজ ছিল। স্বর্ণপদকের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ বাংলাদেশকে জিততেই হতো। পয়েন্ট হারালে চলবে না। অর্থাৎ ড্র করলেও স্বর্ণপদকের লড়াইয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে। এমন হিসেবের ম্যাচে বাংলাদেশ একেবারে হেরেই গেল। তাতেই হিসেব পরিষ্কার; পুরুষদের ফুটবলে স্বর্ণ জেতার স্বপ্ন চুরমার!

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের কাছে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ হেরে গেল ১-০ গোলে। ম্যাচের ১১ মিনিটের সময় গোল পায় নেপাল। বাকি পুরোটা সময় জুড়ে বেশ কয়েকবার সুযোগ পেলেও নেপালের ডিফেন্স ভাঙ্গতে পারেনি ক্লান্ত বাংলাদেশ।

স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশ এই গেমসে বেশ শক্তিশালী দলই পাঠিয়ে ছিল। এই দলে ১৬ জন ছিলেন বাংলাদেশের জাতীয় দলে খেলা ফুটবলার। অভিজ্ঞতা কোননো অংশে কম ছিল না। কিন্তু যা কম ছিল তার নাম স্ট্যামিনা। টানা ম্যাচ খেলে ক্লান্ত ফুটবল দল কোনো ম্যাচেই নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারেনি।

গেমসের শুরুটা হয়ে ছিল বাংলাদেশের হার দিয়ে। ভুটানের কাছে হারে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ। পরের ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিতে ন্যূনতম ব্যবধানে। আর এবার নেপালের কাছে ম্যাচে হেরে স্বর্ণ জয়ের স্বপ্নের মৃত্যু।

এ সম্পর্কিত আরও খবর