আর্চারিতে আরেকটি স্বর্ণ, আটে আট!

বিবিধ, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-30 20:36:04

আগেই অনুমিত ছিল এই ইভেন্টের স্বর্ণও জিতবে বাংলাদেশ। সেই সম্ভাবনা সত্যি করে আর্চার মোহাম্মদ সোহেলও আর্চারির এককের স্বর্ণ গলায় পরলেন। জিতলেন পুরুষদের কম্পাউড এককের স্বর্ণ। সোমবারের ফাইনালে সোহেল রানা হারিয়েছে ভুটানের তানদিন দর্জিকে। দুদিন আগে সেমিতে সোহেল রানা স্বদেশি অসীম কুমারকে ১৪৫-১৪৪ স্কোরে হারিয়ে ফাইনালে উঠে আসেন। সোহেলের এই স্বর্ণপদক জয়ের মধ্যে দিয়ে এখন পর্যন্ত আর্চারির আটটি ইভেন্টের সবকটির ফাইনাল জিতল বাংলাদেশ। অর্থাৎ আটটি স্বর্ণের লড়াইয়ের সবকটি স্বর্ণই বাংলাদেশের।

সোমবার, ৯ ডিসেম্বর আর্চারির সমাপনী দিনের সকালে স্বর্ণ জিতেন বাংলাদেশের সুমা বিশ্বাস। সুমা জিতেন নারীদের কম্পাউন্ড এককের স্বর্ণ। চলতি গেমসে আর্চারিতে এখনো দুটো এককের স্বর্ণ লড়াই ফয়সালার অপেক্ষায়। পুরুষদের এককের রিকার্ভ এবং নারীদের এককের রিকার্ভ। এই দুই ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ না জেতার কোনো কারণই নেই। কারণ এই দুই ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়বেন রোমান সানা ও ইতি খাতুন। এই দুই আর্চারের বর্তমান ফর্ম এবং সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সই তাদের এককের ফাইনালে ফেভারিটের মর্যাদা দিচ্ছে।

এসএ গেমসের পেছনের দুদিনে এখন পর্যন্ত বাংলাদেশ আর্চারির যে আট ইভেন্ট থেকে স্বর্ণপদক জিতেছে সেগুলো হলো-

১) পুরুষদের রিকার্ভের দলগত ইভেন্ট। ফাইনালে হারায় তারা শ্রীলঙ্কাকে।
২) নারীদের রিকার্ভের দলগত ইভেন্ট। ফাইনালে হারায় তারা শ্রীলঙ্কাকে।
৩) রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট। এতে বাংলাদেশ হারায় ভুটানকে।
৪) পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্ট। ফাইনালে ভুটানকে হারায় বাংলাদেশ।
৫) নারীদের কম্পাউন্ড দলগত ইভেন্ট। বাংলাদেশ এতে হারায় শ্রীলঙ্কাকে।
৬) কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট। বাংলাদেশ ফাইনালে জেতে নেপালের বিপক্ষে।
৭) নারীদের কম্পাউন্ড এককের ইভেন্ট। স্বর্ণ জিতেন বাংলাদেশের সুমা বিশ্বাস।
৮) পুরুষদের কম্পাউন্ড এককের ইভেন্ট। বাংলাদেশের হয়ে স্বর্ণ জিতেন মোহাম্মদ সোহেল রানা। 

এ সম্পর্কিত আরও খবর