আর্চারিতে নারী ইভেন্টের শেষ স্বর্ণ ইতির গলায়

বিবিধ, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-24 10:31:32

নেপাল এসএ গেমসে আর্চারি মানেই বাংলাদেশের স্বর্ণ। অবাক করা পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশের আর্চাররা এই গেমসে। সোমবার, ৯ ডিসেম্বর গেমসে নারীদের রিকার্ভের এককের স্বর্ণও জিতেছেন ইতি খাতুন। চলতি গেমসে একক, দলগত এবং মিশ্র দ্বৈত মিলিয়ে এটি ইতি খাতুনের তৃতীয় স্বর্ণ জয়। এখন পর্যন্ত গেমসের আর্চারির নয়টি ইভেন্টের নয়টিতেই স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এ নিয়ে গেমসে বাংলাদেশের স্বর্ণ পদক সংখ্যা দাঁড়াল ১৭ তে। আর একটি স্বর্ণ পদক জিতলেই বাংলাদেশ এসএ গেমসে তাদের সেরা সাফল্যকে ছুঁয়ে ফেলবে।

২০১০ সালে ঢাকায় এসএ গেমসে বাংলাদেশ ১৮টি স্বর্ণপদক জিতে ছিল।

পোখরায় নারীদের রিকার্ভের এককের ফাইনালে বাংলাদেশের ইতি খাতুন ভুটানের সুনাম দেমাকে হারান। রোববার, ৮ ডিসেম্বর সেমিফাইনালে ইতি খাতুন ভুটানের কারমাকে ৬-০ সেটে হারান। ফাইনালেও যথারীতি তিনি ছিলেন ফেভারিট। স্বর্ণ জিতলেন ফেভারিট হিসেবেই।

আর্চারিতে আর মাত্র একটি ইভেন্টই বাকি আছে। পুরুষদের রিকার্ভের একক। এই ইভেন্টে বাংলাদেশের প্রতিযোগী রোমান সানা। ফাইনালে তার প্রতিপক্ষ ভুটানের কিনলে শেরিং। এর আগে এই ইভেন্টের সেমিতে স্বদেশি তামিমুল ইসলামকে ৬-২ সেটে হারান রোমান সানা।

রোমান সানা এখন পর্যন্ত দলীয় ইভেন্টে দুটি স্বর্ণ পদক জিতেছেন।

এ সম্পর্কিত আরও খবর