আর্চারিতে দশে দশ, সব স্বর্ণপদক বাংলাদেশের!

বিবিধ, খেলা

এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-25 00:03:20

একেবারে যাকে বলে শতভাগ সাফল্য। নেপাল এসএ গেমসের আর্চারির দশ ইভেন্টের দশটি স্বর্ণই জিতল বাংলাদেশ। এসএ গেমসের যে কোনো আসরে এটি বাংলাদেশের নতুন রেকর্ড। কোনো একটি ডিসিপ্লিন থেকে এই প্রথম এতো বেশি স্বর্ণপদক জিতল বাংলাদেশ। আর আর্চারিতে পাওয়া এই ১০ স্বর্ণ জয়ের সঙ্গে সঙ্গে এবারের গেমসে বাংলাদেশের মোট স্বর্ণপদক জয়ের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ১৮ তে। এতে একটি রেকর্ডও স্পর্শ করল লাল-সবুজের প্রতিনিধিরা।

২০১০ সালে ঢাকার এসএ গেমসে বাংলাদেশ সর্বোচ্চ ১৮টি স্বর্ণপদক জিতে ছিল। ৯ বছর আগের স্বর্ণ জয়ের সেই রেকর্ডকে বাংলাদেশ এবারের গেমসে স্পর্শ করল। যার পুরো কৃতিত্ব আর্চারি দলের।

পোখরায় কাল আর্চারির শেষ ইভেন্ট ছিল পুরুষদের রিকার্ভের এককের ফাইনাল। শেষ এই লড়াইয়েও সেরা সাফল্য দেখান বাংলাদেশের তারকা আর্চার রোমান সানা। তিনি ফাইনালে ভুটানের প্রতিযোগী কিনলে শেরিংকে হারিয়ে স্বর্ণ জিতেন। রোমান সানা এবারের গেমসে একক-দলীয় এবং মিশ্র ইভেন্ট মিলিয়ে তিনটি স্বর্ণপদক জেতেন।

আর্চারির শেষ ইভেন্টে রোমান সানার স্বর্ণ জয় নিশ্চিত হতেই পোখরায় উপস্থিত বাংলাদেশের আর্চারির শীর্ষ কর্তারা আনন্দে ফেটে পড়েন। একে অন্যকে জড়িয়ে ধরে উল্লাসে মেতে উঠেন তারা। কয়েকজন আর্চার সাফল্যের আনন্দ-আবেগে চোখের জল মুছেন। আনন্দাশ্রু!

গেমসের পেছনের দুদিনে এখন পর্যন্ত বাংলাদেশ আর্চারির যে দশ ইভেন্ট থেকে স্বর্ণপদক জিতেছে সেগুলো হলো-

১) পুরুষদের রিকার্ভের দলগত ইভেন্ট। ফাইনালে হারায় তারা শ্রীলঙ্কাকে।
২) নারীদের রিকার্ভের দলগত ইভেন্ট। ফাইনালে হারায় তারা শ্রীলঙ্কাকে।
৩) রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট। এতে বাংলাদেশ হারায় ভুটানকে।
৪) পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্ট। ফাইনালে ভুটানকে হারায় বাংলাদেশ।
৫) নারীদের কম্পাউন্ড দলগত ইভেন্ট। বাংলাদেশ এতে হারায় শ্রীলঙ্কাকে।
৬) কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট। বাংলাদেশ ফাইনালে জেতে নেপালের বিপক্ষে।
৭) নারীদের কম্পাউন্ড এককের ইভেন্ট। স্বর্ণ জিতেন বাংলাদেশের সুমা বিশ্বাস।
৮) পুরুষদের কম্পাউন্ড এককের ইভেন্ট। বাংলাদেশের হয়ে স্বর্ণ জিতেন মোহাম্মদ সোহেল রানা।
৯) নারীদের রিকার্ভের এককের ইভেন্ট। এতে স্বর্ণ জিতেন বাংলাদেশের ইতি খাতুন।
১০) পুরুষদের রিকার্ভের এককের ইভেন্টে স্বর্ণ জিতেন রোমান সানা। তিনি হারান ভুটানের কিনলে শেরিংকে।

এ সম্পর্কিত আরও খবর