সকালে বিমানে, বিকেলে মাঠে রংপুরের ক্রিকেটাররা!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:45:10

হঠাৎ করেই দলের নেতৃত্ব পেয়েছেন তিনি। বঙ্গবন্ধু বিপিএলের ম্যাচে দল মাঠে নামতে যখন ২৪ ঘন্টা বাকি তখন কীনা তাকে ডেকে বলা হলো ‘তুমিই রংপুর রেঞ্জার্সের অধিনায়ক।’

তারপরও হাসিমুখেই চ্যালেঞ্জটা নিয়েছেন মোহাম্মদ নবি। আফগানিস্তানের সাবেক এই অধিনায়ক মঙ্গলবার জানাচ্ছিলেন, ‘আমার ওপর আস্থা রাখায় আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। একটি উইনিং কম্বিনেশন তৈরীতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বাংলাদেশ ও বিদেশিদের নিয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল করেছি। লিগে ভাল ফলাফলের জন্য আমরা আমাদের সেরাটাই দেব।’

যদিও প্রতিপক্ষ দলগুলোকে সেভাবে জানার সময়ও পাননি নবি। তারপরও মঙ্গলবার রংপুরের অধিনায়ক জানালেন, ‘বাংলাদেশ আমার জন্য নতুন কিছু নয়। ৮-৯ বছর যাবত আমি প্রতিবছরই খেলছি। এখানকার কন্ডিশন আমার বেশ ভাল জানা আছে।’

পুরো দলটাই মঙ্গলবার অব্দি পাননি নবি। রংপুর ঠিকঠাক মতো মিরপুরের মাঠে বুধবার নামতে পারবে তো? প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্সও অবশ্য প্রস্তুত নয়!

মোহাম্মদ নবি জানাচ্ছিলেন, ‘আমার দলে যারা বিদেশি প্লেয়ার আছেন, সবাই অসংখ্য ম্যাচ খেলেছে। সারা পৃথিবীতেই তারা খেলে। সকালে বিমান থেকে নেমে বিকেলে মাঠে নেমে তারা অভ্যস্ত। অতএব এটা এমন বড় কোন ইস্যু হবে না।’ কথাটি কতোটা পেশাদারি হলো তা নিয়ে প্রশ্ন অবশ্য উঠতেই পারে। কারণ মাঠে নামার ঘন্টা খানেক আগেও যে একাদশটা কী হতে পারে সেটাই তো আঁচ করতে পারছেন না অধিনায়ক!

তবে দলে তাসকিন-মুস্তাফিজ থাকায় স্বস্তিতে নবি। জানাচ্ছিলেন, ‘ওরা থাকায় আমাদের দল একটি ভাল শক্তিশালী বোলিং ইউনিট হিসেবে খেলতে পারবে। জুনাইদ খান আছে, ও খুবই ভাল। এটা একটি শক্তিশালী বোলিং সাইড। আমরা কিছু রান বোর্ডে তুলতে চেষ্ট করব। বোলিংটা ভাল করতে চেষ্টা করব।’

একইসঙ্গে মুস্তাফিজুর রহমানের অফ ফর্ম নিয়েও ভাবনা নেই নবির। রংপুরের অধিনায়ক জানালেন, ‘মুস্তাফিজ ফর্মে নেই এটা আমাদের জন্য ভাবনার কোন কারণই না। ও ফর্মে ফিরবে। আমরা আসলে একটি ইউনিট বা একটি দল হিসেবে খেলব। আমরা ওর সমস্যা নিয়ে আলোচনা করব। প্রতিটি ম্যাচের জন্যই আলাদা পরিকল্পনা থাকবে। আমরা সবাই এক সঙ্গে কাজ করব।’

এ সম্পর্কিত আরও খবর