নাপোলির জয়ের পরও চাকরি হারালেন আনচেলত্তি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 10:54:03

আরকাদিউজ মিলিকের হ্যাটট্রিকে দুরন্ত এক জয় পেয়েছে নাপোলি। নিজেদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গেঙ্ককে। সুবাদে ই গ্রুপ রানার্স-আপ হয়ে নাপোলি পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল পর্বে।

দাপুটে এ সাফল্য দিয়েও চাকরিটা ধরে রাখতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। ঘরের মাঠে জয়ের তিন ঘণ্টারও কম সময়ের মধ্যে বরখাস্ত হন এ ইতালিয়ান কোচ।

মঙ্গলবার রাতে ৪-০ গোলের জয়ের আগে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা নয় ম্যাচ ধরে জয় খরায় ভুগছিল নাপোলি। ঠিক এ কারণেই আনচেলত্তিকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দিয়েগো ম্যারাডোনার সাবেক এ ক্লাব।

হ্যাটট্রিক করেন নাপোলির আরকাদিউজ মিলিক, ছবি: সংগৃহীত

বাজে পারফরম্যান্সের কারণে আনচেলত্তির অধীনে দ্বিতীয় মৌসুমে নাপোলি ইতালিয়ান সেরি এ তে পড়ে রয়েছে সপ্তম স্থানে।

ইতালিয়ান গণমাধ্যমের গুঞ্জন এসি মিলানের সাবেক কাচ গেনারো গ্যাত্তুসো হতে পারেন নাপোলির পরবর্তী কোচ।

এছাড়া স্লাভিয়া প্রাহাকে ২-১ গোলে হারিয়ে এফ গ্রুপ রানার্স-আপ হয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে পৌঁছে গেছে বরুশিয়া ডর্টমুন্ড।

 

এ সম্পর্কিত আরও খবর