মুশফিকের কণ্ঠে পারিশ্রমিকের বৈষম্য দূরীকরণের আর্জি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 20:29:08

জাঁকজমক পূর্ণ উদ্বোধনের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে বিপিএলের সপ্তম আসর। বঙ্গবন্ধু বিপিএল। কিন্তু দেশের ক্রিকেটাররা এখনো বৈষম্যের শিকার হচ্ছেন। বিদেশী ক্রিকেটারদের চেয়ে পারিশ্রমিক পাচ্ছেন অনেক কম।

ক্রিকেটাররা ধর্মঘটে গিয়ে যে দাবি-দাওয়া তুলে ছিলেন। তার মধ্যে অন্যতম ছিল দেশী-বিদেশী ক্রিকেটারদের পারিশ্রমিকের বৈষম্য দূর করা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবি মানার আশ্বাস দিলেও, বিপিএলের এ বিশেষ আসরে তাদের দাবীটা পূরণ করেনি।

সেই আক্ষেপের কথাই জানালেন মুশফিকুর রহিম, ‘আমরা সারা বছর খেলি, তারপরও দেখা যায় অনেকের থেকে আমরা কম পাচ্ছি। এটা আমাদের জন্য ডিসক্রেডিট। বিশ্বের প্রায় সব লিগে কিন্তু স্থানীয় খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক পান।’

বিদেশীদের সমান পারিশ্রমিক পাওয়ার জন্য অবশ্য মাঠের লড়াইয়ে পারফরম্যান্স ভালো করার তাগিদ দিলেন মুশফিক, ‘আমাদের নিজেদের খেলার মানও বাড়াতে হবে। আশা করব, আমরা যেন এবার ভালো খেলা দেখাতে পারি, যাতে আমাদের বেতন বৃদ্ধি পায়। এবারের বিপিএল তাই সবার জন্য অনেক চ্যালেঞ্জিং, আমার জন্যও চ্যালেঞ্জিং।’

নিজেদের ন্যায্য দাবীটা বিসিবির কর্তা-ব্যক্তিদের কানে পৌঁছে দিয়েছেন ক্রিকেটাররা, এনিয়ে মুশফিক বলেন ‘আমরা সবসময় প্রত্যাশামতো পারিশ্রমিক পাই না। এবার তো অনেক তাড়াহুড়ো করে আয়োজন হয়েছে। টুর্নামেন্টটা যে এবার হচ্ছে, সেটাই অনেক। পারিশ্রমিক নিয়ে আমরা নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছি। পরবর্তী আসর থেকে বেতন-ভাতা আমরা ঠিকঠাক পাব বলে আশা করি।’

এবার না হলেও পরের আসর থেকে পারিশ্রমিক বাড়ানো হচ্ছে। বিসিবির তরফ থেকে এমন আশ্বাস পেয়েছেন ক্রিকেটাররা। সেটাও জানালেন মুশফিক, ‘পারিশ্রমিক বাড়ানোর আশ্বাস পেয়েছি আমরা, পরের বিপিএল থেকেই হবে। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে পার্থক্যটা যাতে কম হয়, সেটা অবশ্যই খেয়াল রাখা উচিত।’

সাবেক ক্যাপ্টেন মুশফিক জানান, বি ও সি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকটা বাড়িয়ে দিলে এর সুফল পাবে বাংলাদেশ ক্রিকেটই, ‘৫০ থেকে ৬০ জন আছে যারা প্রতি বছর পারফর্ম করে যাচ্ছে। এমনকি বিপিএলে অনেকে ভালো খেলে। শফিউল, তাইজুল, রাহি এরা সবাই ভালো খেলেছে, যারা কিনা বি কিংবা সি গ্রেডে আছে। এদের দিকটা দেখলে আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে।’

এবারের বিপিএলে এ প্লাস ক্যাটাগরিতে থাকা দেশের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল পাচ্ছেন ৫০ লাখ টাকা করে। কিন্তু শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, ক্রিস গেইল ও শোয়েব মালিকরা পাবেন প্রায় ৮৪ লাখ টাকা করে।

এ, বি ও সি গ্রেডে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ, ১৮ লাখ ও ১২ লাখ টাকা। ডি ও ই গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৮ ও ৫ লাখ টাকা পারিশ্রমিক। কিন্তু বি গ্রেডের বিদেশী ক্রিকেটাররা পাবেন প্রায় ৫৯ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও খবর