পাকিস্তান-শ্রীলঙ্কার সমানে সমান লড়াই

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 04:02:49

এক দশক পর পাকিস্তানের মাটিতে ফিরল টেস্ট ক্রিকেট। ঐতিহাসিক দিনটিতে বল হাতে দাপট দেখিয়েছেন দেশটির পেসাররা। তবে ব্যাট হাতে পাকিস্তানের পেসারদের বিপক্ষে সমান তালে লড়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও।

টস জিতে ব্যাট হাতে নেমে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬৮.১ ওভারে শ্রীলঙ্কা ২০২ রান তুলতেই প্রথম দিনের খেলা শেষ হয়ে যায়। আসলে আলো স্বল্পতার কারণে খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

রাওয়ালপিন্ডি টেস্টে কোনো দলই একে অন্য ছাড়িয়ে যেতে পারেনি। লড়াইটা হয়েছে সমানে সমান। মাঠের লড়াইয়ের পারফরম্যান্সে এসেছে উত্থান-পতন। একবার লঙ্কান ব্যাটসম্যানরা ভালো করেছেন তো। ফের পাকিস্তানের বোলাররা বল হাতে পেস ঝড় তুলে ছিনিয়ে নিয়েছেন সাফল্য।

শ্রীলঙ্কার শুরুটা হয়ে ছিল দুরন্ত। ব্যাটিং দৃঢ়তা দেখান ওপেনার দিমুথ করুনারত্নে (৫৯) ও অশাদা ফার্নান্ডো (৪০)। উদ্বোধনী জুটিতেই তারা তুলে নেন ৯৬ রান। এতো গেল লঙ্কান ব্যাটসম্যানদের সাফল্য।

এর পরই জ্বলে উঠেন পাকিস্তানের বোলাররা। মাত্র ৩১ রান দিয়ে তারা তুলেন নেন লঙ্কানদের চার উইকেট। এরপর ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেন অ্যাঞ্জেলো ম্যাথুস (৩১)। দলীয় স্কোর ১৮৯ রানে পৌঁছে দিয়ে সাজঘরে ফেরেন সাবেক এ লঙ্কান ক্যাপ্টেন। আউট হওয়ার আগে পঞ্চম উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে তিনি গড়েন ৬২ রানের পার্টনারশিপ।

ধনাঞ্জয়া ডি সিলভা ৩৮ (ব্যাটিং) রান নিয়ে এখনো উইকেটে টিকে আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন নিরোশান ডিকভেলা (১১ ব্যাটিং)।

পাকিস্তানের নাসিম শাহ শিকার করেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস, শাহীন শাহ আফ্রিদি ও উসমান শিনওয়ারি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২০২/৫, ৬৮.১ ওভার (করুনারত্নে ৫৯, ফার্নান্ডো ৪০, ম্যাথুস ৩১, ডি সিলভা ৩৮* ব্যাটিং ও ডিকভেলা ১১* ব্যাটিং; নাসিম ২/৫১, আফ্রিদি ১/৩৭, শিনওয়ারি ১/৪৭ ও আব্বাস ১/৫০)। 

*প্রথম দিন শেষে

এ সম্পর্কিত আরও খবর