মিডিয়ার চাপ, খেলোয়াড়দের অভিযোগ এবং মাশরাফির বিশ্লেষণ

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-20 21:23:47

এই বিতর্ক আগেও হয়েছে। আর সেই বিতর্কের আগুনে ঘি ঢেলে ছিলেন ভারত সফরে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। সেই আগুন আরেকটু এবার গনগনে করলেন ইমরুল কায়েস। ক্রিকেটারদের ব্যর্থতার কারণ হিসেবে মিডিয়ার নজরদারি এবং চাপকেও দায়ী করেছেন এই দুই ক্রিকেটার। তাদের কথা-মিডিয়ার চাপের কারণে মাঠে অনেক সময় ক্রিকেটাররা ফর্ম খুইয়ে বসেন!

ক্রিকেটারদের এই অভিযোগকে স্রেফ অজুহাত হিসেবে ব্যাখ্যা দিচ্ছেন সাংবাদিকরা। মাঠে নিজের কাজ ঠিক মতো করতে না পারার দায় সাংবাদিকদের ওপর চাপানোর এমন চেষ্টা অনেক হাস্যরসের জন্ম দিচ্ছে।

ক্যারিয়ারের লম্বা সময় ধরে দক্ষতার সঙ্গে মিডিয়ার সব চাপ মোকাবেলা করে আসা মাশরাফি বিন মর্তুজাও এই বিষয়ে কি ভাবছেন? অনেক দিন পরে মিডিয়ার সামনে উপস্থিত হওয়া মাশরাফি এই প্রসঙ্গে যা বললেন তার উভয়পক্ষের জন্য বেশ শিক্ষণীয়। মাশরাফির সেই বিশ্লেষণটা ঠিক এমন- ‘আমার কাছে মনে হয় আপনাদেরও (সাংবাদিকদের) ব্যক্তিগতভাবে বিষয়গুলো না নেওয়া উচিত। অনেক ক্রিকেটার এসব বিষয় হ্যান্ডেল করতে অভ্যস্ত না। অনেক সময় দেখা যায় যে, অনেক খেলোয়াড় আছে যারা বাইরের বিষয়াদি নিয়েও সমস্যায় পড়ে যায়। আমি বলব তাদেরও উচিত পেশাদরি ইমেজ ধরে রাখতে। আমি খারাপ করলে আপনি (সাংবাদিক) লিখতে বাধ্য। আমি ভালো করলে আপনিও নিশ্চয়ই ভালো লিখতে বাধ্য। তাই এসব সমালোচনা ব্যক্তিগতভাবে না নিয়ে চলাটাই উত্তম। অনেকেই এগুলো পড়ে বা দেখে। হয়তো সে চাপটা মাথায় নিয়ে নেয়। যেটা পেশাদার জীবনে প্রয়োজন নেই। পেশাদার হিসেবে প্রত্যেকে তার জায়গায় থেকে কাজ করবে সেটাই স্বাভাবিক। মিডিয়াকে দোষ দিয়ে তো ভালো খেলতে পারার সুযোগ কম। মিডিয়ার লেখা-লিখির কারণে যদি মাথায় ঝামেলা তৈরি করে তাহলে সেটা ইগনোর করা বেটার। বড় খেলোয়াড়রা তো এটাই করে। আমার কাছে মনে হয় যার যেটা প্রফেশন সেখানে স্ট্যান্ড নেওয়া জরুরি। আপনি খেলোয়াড়, আপনি খেলা নিয়ে চিন্তা করেন বাইরের চিন্তা বাদ দিয়ে।

এ সম্পর্কিত আরও খবর