ম্যানইউয়ের জয়, আর্সেনালের ড্র

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 23:37:16

ম্যাসন গ্রীনউডের জোড়া গোলে ইউরোপা লিগে দুরন্ত এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রতিপক্ষ এজেড আলকমারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলরা। তবে আর্সেনালকে ২-২ গোলে রুখে দিয়েছে স্ট্যান্ডার্ড লিজ।

দাপুটে এ জয় দিয়ে ‘এল’ গ্রুপ থেকে টুর্নামেন্টের নক-আউট পর্বের টিকিট কেটেছে কোচ ওলে গুনার সোলশজায়েরের দল।

ঘরের মাঠের ম্যাচে ১১ মিনিটের ব্যবধানে ম্যানইউ পেয়ে যায় চারটি গোল। ৫৩তম মিনিটে অ্যাশলে ইয়াংয়ের গোলে লিড পায় স্বাগতিকরা। ৫৮তম ও ৬৪তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ম্যাসন গ্রীনউড। ৬২তম মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোলটি করেন হোয়ান মাতা।

অন্য দিকে ড্র করলেও ‘এফ’ গ্রুপ সেরা হয়ে ইউরোপের দ্বিতীয় সারির এ টুর্নামেন্টের শেষ ৩২ পর্বে পা রেখেছে আর্সেনাল।

গানারস শিবির অবশ্য স্যামুয়েল বাস্তিয়ান (৪৭তম মিনিটে) ও সেলিম আমাল্লাহর গোলে (৬৯তম মিনিটে) ২-০ ব্যবধানে পিছিয়েই পড়ে ছিল। পরে ঘুরে দাঁড়িয়ে সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা। আর্সেনালকে ড্র এনে দেয় আলেক্সান্দ্রে ল্যাকাজেট (৭৮তম মিনিটে) ও বুকায়ো সাকার (৮১তম মিনিটে) গোল।

এছাড়া পোর্তো ৩-২ গোলে জিতেছে ফেয়েনুর্দের বিপক্ষে। এসপানিওল ০-১ গোলে হেরেছে সিএসকেএ মস্কোর কাছে। এএস রোমা ২-২ গোলে ড্র করেছে ভলফসবের্গের সঙ্গে। সেভিয়া ০-১ গোলে হার মেনেছে অ্যাপোয়েলের বিপক্ষে।

কিন্তু তারপরও পোর্তোর সঙ্গে আসরের নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে এসপানিওল, রোমা ও সেভিয়া।

এ সম্পর্কিত আরও খবর