ধনাঞ্জয়ার সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে দিল বৃষ্টি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 19:57:54

বৃষ্টি যে কিছুতেই পিছু ছাড়ছে না রাওয়ালপিন্ডি টেস্টের। দিন যাচ্ছে তো বৃষ্টির প্রতাপ বেড়েই চলেছে। প্রথম দিন পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার খেলা হয় ৬৮.১ ওভার। দ্বিতীয় দিন বৃষ্টি আর আলোর স্বল্পতায় মাঠে গড়িয়েছে ১৮.২ ওভার।

শুক্রবার (১৩ ডিসেম্বর) তৃতীয় দিনের অবস্থা আরো খারাপ। খেলা হলো মাত্র ৫.২ ওভার। শ্রীলঙ্কা কোনো উইকেট না হারিয়ে দলীয় স্কোরে যোগ করল ১৯ রান। তার মানে তৃতীয় দিন শেষে সফরকারী লঙ্কানদের সংগ্রহ দাঁড়াল ৬ উইকেটে ২৮২।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা ৭২ রানের ব্যক্তিগত ইনিংসের সঙ্গে যোগ করেন ১৫ রান। সেঞ্চুরির অপেক্ষায় থাকা এ তারকা অলরাউন্ডারের সঞ্চয় এখন ৮৭* (ব্যাটিং)। দিলরুয়ান পেরেরা ৬ রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে চলেছেন। আগের দিনের ব্যক্তিগত ২ রানের সঙ্গে তিনি যোগ করেন মাত্র ৪ রান।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৮২/৬, ৯১.৫ ওভার (ধনাঞ্জয়া ৮৭* ব্যাটিং, করুনারত্নে ৫৯, ফার্নান্ডো ৪০, ডিকভেলা ৩৩ ও ম্যাথুস ৩১; আফ্রিদি ২/৫৮ ও নাসিম ২/৮৩)।

*তৃতীয় দিন শেষে

এ সম্পর্কিত আরও খবর