চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের প্রতিপক্ষ ম্যানসিটি

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 19:06:17

ইঙ্গিতটা আগেই ছিল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল রিয়াল মাদ্রিদ। তারা কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে পাচ্ছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে।

শেষ ষোলোতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল পেলো আতলেতিকোর মাদ্রিদকে।

সোমবার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র।

রিয়াল মাদ্রিদ এবার রানার্স আপ হয়ে জায়গা পেয়েছে নকআউট পর্বে। এ কারণেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে জিনেদিন জিদানের দলকে। অন্যদিকে গ্রুপের লড়াইয়ে অপরাজিত ছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ আটে উঠতে হলে রিয়ালকে দুই লেগের লড়াইয়ে হারাতে হবে তাদের।

গত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ জার্মানির ক্লাব লাইপজিগ। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস পেয়েছে ফ্রান্সের দল লিওঁকে। নেইমারের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লড়বে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে।

আগামী ১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম লেগের খেলা। এরপর দ্বিতীয় লেগের ম্যাচ ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ।

এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তুরস্কের ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে, ২০২০ সালের ৩১ মে।

শেষ ষোলোর লাইন আপ

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
বরুসিয়া ডর্টমুন্ড-পিএসজি
আতালান্তা-ভালেন্সিয়া
আতলেতিকো মাদ্রিদ-লিভারপুল
চেলসি-বায়ার্ন মিউনিখ
অলিম্পিক লিওঁ-জুভেন্টাস
টটেনহ্যাম হটস্পার-লাইপজিগ
নাপোলি-বার্সেলোনা

এ সম্পর্কিত আরও খবর