রাতে মাঠে গড়াচ্ছে বার্সা-রিয়ালের এল ক্লাসিকো

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 13:08:33

২৬ অক্টোবর মাঠে গড়ানোর কথা ছিল এল ক্লাসিকোর। কিন্তু কাতালুনিয়ায় রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে যায় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যকার এ ফুটবল মহারণ। ফুটবল প্রেমীদের অপেক্ষার প্রহরটা বেড়ে যায়। অবশেষে শেষ হতে যাচ্ছে তাদের অপেক্ষার প্রহর। সেটা শেষ হচ্ছে বুধবার (১৮ ডিসেম্বর) রাতেই।

বহুলকাঙ্ক্ষিত বার্সা-রিয়ালের স্নায়ুচাপের ম্যাচটি গড়াতে যাচ্ছে লিওনেল মেসিদের মাঠ ন্যু ক্যাম্পে। রাত ১টায় শুরু হবে ফুটবল দুনিয়ার অন্যতম সেরা এ লড়াই।

স্বাধীনতাকামী কাতালান জনতার রাজনৈতিক আন্দোলন সহিংসায় রূপ নিলে পিছিয়ে যায় এল ক্লাসিকোর দিনক্ষণ। এখন তেমন কোনো সমস্যা না থাকলেও অজানা একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সময়মতো ম্যাচটি আদৌ হবে তো। বিক্ষোভের আশঙ্কায় স্পেনের প্রতি আনুগত্যশীল কাতালান রাজনৈতিক নেতা হুয়ান কার্লোস জিরোতা রিয়াল মাদ্রিদকে অনুরোধ জানি রেখেছে, তারা যেন ন্যু ক্যাম্পে এসে ম্যাচটি না খেলে।

এ আশঙ্কাও করা হচ্ছে যে, ম্যাচ চলাকালে বড় ধরনের বিক্ষোভ দেখাতে পারে স্পেনের স্বায়ত্ত্বশাসিত এ অঞ্চলের স্বাধীনতাকামী জনতা। কোটি কোটি দর্শকের সামনে নিজেদের দাবী তুলে ধরতে চায় তারা।

তবে রিয়াল কোচ জিনেদিন জিদান বিশ্বাস করেন, বুধবার রাতে যথা সময়েই চিরশক্র বার্সেলোনার বিপক্ষে হবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো।

স্প্যানিশ লিগে এখন বার্সা-রিয়ালের পয়েন্ট সমান ৩৫ করে। তবে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে কোচ আর্নেস্তো ভালভারদের দল। শ্বাসরূদ্ধকর এ ম্যাচ যারাই জিততে লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যাবে তারাই।

মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে চোট সমস্যা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। ইনজুরি দর্শক বানিয়ে দিয়েছে ইডেন হ্যাজার্ড, হামেশ রদ্রিগেজ ও মার্সেলোকে। তাই আক্রমণভাগে বিবিএইচ (বেনজেমা-বেল-হ্যাজার্ড) ত্রয়ী জুটি গড়া হচ্ছে না রিয়ালের। হ্যাজার্ডের বদলে হয়তো ভিনিসিয়াস জুনিয়র জায়গা করে নেবেন একাদশে।

এক্ষেত্রে এগিয়ে বার্সা। তাদের চোটের তালিকায় রয়েছেন কেবল ওসমান ডেম্বেলে। মাঠের লড়াইয়ে ঠিকই এসএমজি (সুয়ারেজ-মেসি-গ্রিজম্যান) ত্রয়ী আক্রমণ জুটি গড়তে যাচ্ছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

এ সম্পর্কিত আরও খবর