ব্যাটিং প্রলয়ে চট্টগ্রামের ২৩৮ রানের রেকর্ড সঞ্চয়!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-20 12:18:47

শুরুতে ঝড়। মাঝেও তাই। শেষেও প্রলয়!

আর তাতেই ২০ ওভারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোরবোর্ডে ২৩৮ রানের বিশালাকৃতির সঞ্চয়। টসে হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরুর ৬ ওভারে তোলে ১ উইকেটে ৬০ রান। দলের ১০০ রান পুরো হলো ৯.৫ ওভারে। ১৫ ওভারে ৪ উইকেটে ১৪৬ রান। ইনিংস যখন শেষ হলো দলের যোগাড় তখন ২৩৮ রান! চলতি টুর্নামেন্টে এটি সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। বিপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ যোগাড়। গত আসরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের করা ২৩৯ রানের বিপিএলের সর্বোচ্চ রেকর্ডটা অক্ষুণ্ন থাকল!

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিজ মাঠ। বঙ্গবন্ধু বিপিএলের এই ভেন্যুতে বড় রান তোলাকে অভ্যাস বানিয়ে ফেলেছে চ্যালেঞ্জার্সরা। সেই ধারাবাহিকতা রাখল তারা কুমিল্লা ওয়ারির্য়সের বিরুদ্ধেও।

ওপেনার লিন্ডল সিমন্স ম্যাচের তৃতীয় ওভারেই ফিরে গেলেন ১০ রানে। চট্টগ্রামের পরের তিন ব্যাটসম্যান যা করলেন তাতেই দল চড়ল রান পাহাড়ে। আবিস্কা ফার্নান্দো করলেন ২৭ বলে ৪৮। ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় আবিস্কা এই হাফ-সেঞ্চুরি ছুঁই ছুঁই রান করেন। টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা ইমরুল কায়েসের ব্যাট হাসল ৪১ বলে ৬২ রানে। ইমরুল যখন ফিরলেন তখন ১৩.৩ ওভারে দলের স্কোর ৩ উইকেটে ১৩৪ রান।

ব্যাটে ঝড় তোলার পরের দায়িত্ব কাঁধে নেন চ্যাডউইক ওয়ালটন। ২২ বলে নিজের হাফ-সেঞ্চুরি পুরো করেন তিনি। ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে আসে তার এই হাফ-সেঞ্চুরি। ইনিংসের ১৯ নম্বর ওভারে সৌম্য সরকারকে নিয়ে ওয়ালটন যা করলেন তাকে বলে ছেলেখেলা! ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে সৌম্য সরকারের সেই ওভার থেকে ওয়ালটন তুলে নিলেন ২৯ রান। চলতি টুর্নামেন্টে এক ওভারে সবচেয়ে খরুচে ওভার এটাই। মাত্র ২৭ বলে ৭১ রানে অপরাজিত থাকলেন ওয়ালটন।

ছয় নম্বরে ব্যাট করতে নামা নুরুল হাসান সোহানও ব্যাট হাতে কম যাননি। ২ ছক্কা ও ২ বাউন্ডারিতে ১৫ বলে হার না মানা ২৯ রান করেন সোহান।

শেষ ৫ ওভারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করল ৯২ রান। যার ৫৪ রানই আবার শেষ দুই ওভারে।

একেই বলে ব্যাটিং প্রলয়!

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২৩৮/৪ (২০ ওভারে, সিমন্স ১০, আবিস্কা ৪৮, ইমরুল ৬২, ওয়ালটন ৭১*, সোহান ২৯*; সৌম্য ২/৪৪)।

এ সম্পর্কিত আরও খবর