ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিভারপুল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 12:44:18

ফ্ল্যামেঙ্গোর হৃদয় ভেঙে ক্লাব বিশ্বকাপ জিতে নিয়েছে লিভারপুল। রবার্তো ফিরমিনের একমাত্র গোলে ব্রাজিলিয়ান ক্লাবটিকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা প্রথমবারের মতো ঘরে তুলেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।

ইউরোপের দ্বিতীয় ক্লাব হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি জিতল লিভারপুল। ইউরোপের প্রতিনিধি হিসেবে প্রথমবার এ আসরে সেরা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০৮ সালে ইকুয়েডরের ক্লাব কুইটোকে হারিয়ে।

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে নেমেছিল ফ্ল্যামেঙ্গোও। দুর্ভেদ্য রক্ষণ দেয়াল তৈরি করে নিজেদের গোলপোস্ট নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত তারা রেখে দেয় সুরক্ষিত।

কোচ ইয়ুর্গেন ক্লপের দল শত চেষ্টা করেও নির্ধারিত সময়ে প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারেনি। পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলের জালে বলের ঠিকানা গড়ে দিতে পারেনি ফ্ল্যামেঙ্গোও। তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেমিফাইনালে ফিরমিনোর ইনজুরি টাইমের নাটকীয় গোলে মেক্সিকোর ক্লাব মন্টেরিকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল দ্য রেড শিবির। ফাইনালেও অ্যানফিল্ড শিবিরের ত্রাতা হয়ে আবির্ভূত হন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনোই।

নির্ধারিত সময়ের মতো অতিরিক্ত সময়ে প্রতিরোধ গড়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নরা। তবে খুব বেশি সময় মানব প্রাচীর ধরে রাখতে পারেনি তারা। অতিরিক্তি সময়ের নবম মিনিটেই (৯৯তম মিনিটে) ফ্ল্যামেঙ্গোদের স্বপ্ন চুরমার করে দেন ফিরমিনো।

সাদিও মানেকে ইনজুরি টাইমে রাফিনহা ফেলে দেওয়ায় পেনাল্টি পেয়েছিল লিভারপুল। কিন্তু পরে ভিডিও রিপ্লে দেখে তা বাতিল করে দেন রেফারি।

এ সম্পর্কিত আরও খবর