শচীনের রেকর্ডে ভাগ বসালেন কোহলি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 14:55:40

হাতের ব্যাটকে কথা মানাতে সিদ্ধহস্ত বিরাট কোহলি। বিদায়ী ২০১৯ সালে ফের প্রমাণ রাখলেন তার। সেটা কীভাবে? এ বছর একদিনের ক্রিকেটে ২৫টি ইনিংস খেলেছেন বিরাট কোহলি। এতেই নিজের স্কোর-বোর্ডে এক হাজার ৩৭৭ রান যোগ করেছেন ভারতীয় এ অধিনায়ক।

এনিয়ে ওয়ানডে ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে সপ্তমবারের মতো এক হাজার রান পেলেন কোহলি। সুবাদে স্বদেশী সৌরভ গাঙ্গুলি, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে ফেলে দিলেন পিছনে। স্পর্শ করলেন স্বদেশী ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড।

এক পঞ্জিকা বর্ষে একদিনের ক্রিকেটে সৌরভ, পন্টিং ও সাঙ্গাকারা এক হাজার রান সংগ্রহ করেছেন ছয়বার। সপ্তমবারের মতো হাজার রানের মাইলফলক স্পর্শ করে শচীনের বিশ্ব রেকর্ডেই এবার ভাগ বসালেন কোহলি। নতুন বছরে হয়তো এ বিশ্ব রেকর্ডটাই নিজের করে নেবেন!

ওয়ানডেতে শচীন এক হাজার রান করেন ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ২০০০, ২০০৩ ও ২০০৭ সালে। আর কোহলি রেকর্ড স্পর্শ করলেন ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে দাপুটে ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে।

এ সম্পর্কিত আরও খবর