এসি মিলানে ফিরছেন ইব্রাহিমোভিচ!

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:02:46

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে ফিরছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। যোগ দিতে যাচ্ছেন জায়ান্ট ক্লাব এসি মিলানে। এনিয়ে দুপক্ষের মধ্যে চলছে এখন আলোচনা।

মেজর সকার লিগের মৌসুম শেষ হওয়ার সঙ্গে এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তিও শেষ হয়েছে সুইডেনের সাবেক এ তারকা স্ট্রাইকারের।

তাই ৩৮ বছরের এ মেগাস্টার খুঁজে ফিরছেন এখন নতুন ঠিকানা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ তারকা ফুটবলারকে দলে টানতে অবশ্য আগ্রহী ইউরোপের অনেক ক্লাবই।

ইতালিয়ান গণমাধ্যমে জোর গুঞ্জন ইব্রা নিজের সাবেক ক্লাব মিলানেই যোগ দিতে যাচ্ছেন। যেখানে তিনি ২০১০ সাল থেকে কাটিয়েছেন দুই মৌসুম। ৬১ লিগ ম্যাচ খেলে পেয়েছেন ৪২ গোলের দেখা।

মিলান ১৮তম ইতালিয়ান লিগ ট্রফি জেতে ২০১১ সালে। এর পর মেজর কোনো ট্রফি জেতা হয়নি তাদের। সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা আরো একটি হতাশাজনক মৌসুম শেষ করতে যাচ্ছে। চলতি মৌসুমে সেরি এ তে ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে পড়ে আছে তারা।

দলের বাজে অবস্থার কারণে অক্টোবরে চাকরি হারান কোচ মার্কো জিয়ামপাওলো। কিন্তু ক্লাবের পারফরম্যান্সে কোনো উন্নতির দেখা নেই। কোচ স্তেফানো পাইলির অধীনে ২২ ডিসেম্বর আটালান্টার মাঠে তারা উড়িয়ে যায় ৫-০ গোলে। ২১ বছরের মধ্যে এটিই তাদের সবচেয়ে বড় ব্যবধানের হার।

এখন প্রশ্ন একটাই। এমন বাজে সময়ের বিরুদ্ধে লড়ে যাওয়া মিলানে ফিরবেন তো ইব্রাহিমোভিচ?

এ সম্পর্কিত আরও খবর