বছর শেষে ১৩ পয়েন্টে এগিয়ে লিভারপুল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 11:54:05

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ পয়েন্টের লিড নিয়ে বছর শেষ করল বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন লিভারপুল। বিদায়ী বছরের শেষ ম্যাচে দ্য রেড শিবির ১-০ গোলে হারাল উলভারহ্যাম্পটনকে।

নিজেদের মাঠ অ্যানফিল্ডে জয়সূচক গোলটি করেন সাদিও মানে। তবে ৪২তম মিনিটে তার এ গোল নিয়ে গোল পাকিয়ে ফেলেন রেফারি। বল গোলরক্ষক রুই প্যাট্রিসিওকে ফাঁকি দিয়ে জালে জড়ানোর আগে অ্যাডাম লালানার কাঁধে লাগে।

হ্যান্ডবল হয়েছে কীনা তা দেখলেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির অনেকটা সময় লেগে যায়। মার্জিনাল অফসাইডের কারণে উলভস শিবির বঞ্চিত হয় গোল থেকে।

অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে জিতেছে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে। কোচ পেপ গার্দিওলার দলের হয়ে গোল দুটি করেন সার্জিও আগুয়েরো ও কেভিন ডি ব্রুইনে।

এ ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরে বছর শেষ করল ম্যানসিটি। কেননা আগের ম্যাচেই উলভারহ্যাম্পটনের কাছে হেরেছিল তারা।

১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন কোচ ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ২০ ম্যাচে ৪২ পয়েন্টে দ্বিতীয় স্থানে লেস্টার সিটি। সমান ম্যাচে তৃতীয় স্থানে থাকা ম্যানসিটির সংগ্রহ ৪১ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর