চলে গেলেন ক্রিকেটার আতিক খান

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 10:27:06

ঢাকার ক্রিকেটের পুরনো দর্শকদের কাছে এক নামেই পরিচিত তিনি। আশি ও নব্বইয়ের দশকে মাতিয়েছেন ঢাকার ক্লাব ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার ডিভিশনের সেরা তিন ক্লাব আবাহনী, বাংলাদেশ বিমান ও রূপালী ব্যাংকের সার্ভিস দলে। ছিলেন বাঁ-হাতি স্পিনার। সেই আবদুল আতিক খান আর নেই।

বৃহস্পতিবার কলকাতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৮৬ সালে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলে ছিলেন আতিক খান। ১৯৮০ সালে উদিতির হয়ে খেলা শুরু করেই নজর কেড়ে ছিলেন। এরপর যোগ দেন আবাহনীতে। তখনই শুরু তার উত্থান। এরপর খেলেন জাতীয় দলেও।

খেলা ছাড়লেও ছাড়তে পারেননি ক্রিকেট। রমন লাম্বা এবং দৌলত জামানের স্মৃতি মনে করিয়ে দিতে প্রতি বছরই আয়োজন করতেন টুর্নামেন্ট। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ সম্পর্কিত আরও খবর