পুলিশের স্বপ্ন ভেঙে ফাইনালে বসুন্ধরা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 18:26:37

রহমতগঞ্জের মতো অঘটনের জন্ম দিতে চেয়ে ছিল বাংলাদেশ পুলিশ এফসি। কিন্তু অভিজ্ঞতার অভাবে ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে পেরে উঠল না নবাগত দলটি। ৩-০ গোলের অনায়াস জয় দিয়ে মৌসুম শুরুর প্রথম টুর্নামেন্টের ফাইনালে উঠে গেল বসুন্ধরা কিংস।

শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে পেনাল্টি থেকে ১৬তম মিনিটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরাকে এগিয়ে দেন তপু বর্মন।

৪৯তম মিনিটে কোস্টারিকার স্ট্রাইকার দেনিয়েল কলিন্দ্রেস সোলেরা ফাঁকি দেন পুলিশের গোলরক্ষক আরিফুজ্জামান হিমেলের চোখ। ম্যাচ শেষের ঠিক আগে আর্জেন্টিনার রক্ষণভাগের ফুটবলার নিকোলাস দেলমন্তের গোলে জয়ের ব্যবধান বাড়িয়ে নেয় বসুন্ধরা।

বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে ঢাকার ঐতিহ্যবাহী ও শক্তিশালী মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটি।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জের মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ বসুন্ধরা কিংস।

এ সম্পর্কিত আরও খবর