বিপিএলে হাশিম আমলার অভিষেক

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-29 21:17:54

সিলেট ভেন্যুর সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্সের একটা জায়গায় বেশ মিল। এই ভেন্যুতে বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দু’দলই। সে হিসেব অবশ্য বদলে যাচ্ছে শনিবার (৪ জানুয়ারি)। এদিন দু’দল মুখোমুখি হচ্ছে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেই লড়াইয়ের শুরুতেই টসে জিতেছে চট্টগ্রাম চ্যালের্ঞ্জাস এবং বেছে নিয়েছে বোলিং। চট্টগ্রাম অধিনায়ক ইমরুল কায়েস ইনজুরি সারিয়ে এই ম্যাচে ফিরেছেন।

টুর্নামেন্টে এটি উভয় দলের ফিরতি লড়াই। গত ১২ ডিসেম্বর ঢাকায় প্রথম লড়াইয়ে খুলনার কাছে পাত্তাই পায়নি চট্টগ্রাম। সেই লড়াইয়ে খুলনা টাইগার্স ৮ উইকেটে ম্যাচ জিতেছিল। চট্টগ্রামের ১৪৪ রানের স্কোরের চ্যালেঞ্জ টপকে যায় মাত্র ২ উইকেট হারিয়ে। তখনো বাকি ছিল ম্যাচের ৩৭ বল।

ফিরতি লড়াইয়ে কি বদলা নিতে পারবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স? একটা লড়াইয়ে অবশ্য খুলনার চেয়ে কিছুটা এগিয়ে চট্টগ্রাম; পয়েন্টের লড়াই। ৯ ম্যাচে ৬টি জয়ে ১২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন বিপিএলের শেষ চারের অঙ্ক কষতে শুরু করেছে। আর খুলনা টাইগার্সের শেষ চার এখনো নিশ্চিত হয়নি। ৮ ম্যাচে ৫ জয়ে খুলনার সঞ্চয় ১০ পয়েন্ট।

এই ম্যাচ জিতলে খুলনার শেষ চার অনেকখানি নিশ্চিত হওয়া যাবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে খুলনা চারটি বদল নিয়ে খেলছে। একাদশে প্রথমবারের মতো খেলতে নামছেন হাশিম আমলা। এই ম্যাচ দিয়ে বিপিএলে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনারের অভিষেক হচ্ছে। হাশিম আমলাকে এই ম্যাচে খেলাতে গিয়ে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে বাদ দিয়েছে খুলনা। অথচ ঢাকা প্লাটুনের বিপক্ষে আগের দিনের ম্যাচেই ৪ ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়ে মোহাম্মদ আমির ছিলেন দলের সেরা বোলার!

ঢাকা প্লাটুন আগের ম্যাচের ব্যর্থ বোলার লিয়াম প্লাঙ্কেটকে এই ম্যাচের একাদশে রাখেনি। তার জায়গায় খেলছেন কেসরিক উইলিয়ামস।

এ সম্পর্কিত আরও খবর