৮ বলে ৬ রানে তিন উইকেট! পাওয়ার প্লে’তে খুলনা ৩/২২

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 03:47:19

টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেছিলেন, ‘উইকেটে আর্দ্রতা আছে। বোলাররা যাতে সেই সুবিধাটা কাজে লাগাতে পারে, সেজন্যই আমরা বোলিং বেছে নিয়েছি।’ অধিনায়কের কথা রাখলেন দলের দুই পেসার মেহেদি হাসান ও রুবেল হোসেন। এই দুজনের বোলিং ধাক্কায় শুরুতেই খুলনা টাইগার্সের ব্যাটিং বিধ্বস্ত! ১৪ রানেই নেই ৩ উইকেট। তাও মাত্র ইনিংসের ২০ বলের মধ্যে!

বাঁহাতি পেসার মেহেদি হাসান ম্যাচ তার প্রথম বলেই উড়িয়ে দিলেন খুলনার ওপেনার মেহেদি হাসান মিরাজের ডিফেন্স! পরিষ্কার এলবিডব্লিউ হয়ে ফিরলেন মিরাজ। করলেন মাত্র ৪ রান। সেই ওভারের চতুর্থ বলেই মেহেদির প্রাইজ শিকার হাশিম আমলা। বিপিএলে এই দক্ষিণ আফ্রিকান সাবেক ওপেনারের অভিষেকটা মোটেও সুখকর কিছু হলো না। পেছনের পায়ে খেলতে গিয়ে লাইন মিস করলেন আমলা। মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে ফিরলেন। বিপিএলের অভিষেক শেষ হলো তার ২ বাউন্ডারিতে ৬ বলে ৮ রানে।

মেহেদি হাসান ম্যাচে তার প্রথম ওভারে মাত্র ৫ রান খরচায় তুলে নিলেন ২ উইকেট। চলতি বঙ্গবন্ধু বিপিএলে সবচেয়ে বেশি যৌথভাবে ১৬ উইকেট শিকারি এখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদি হাসান ও রংপুর রেঞ্জার্সের মুস্তাফিজুর রহমান।

মেহেদির দুর্দান্ত সেই ওভারে উজ্জীবিত হয়ে রুবেল হোসেনও জ্বলে উঠলেন। রুবেল তার দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ফেরালেন শামসুর রহমানকে। অনেক দূরের বলে ব্যাট চালিয়ে ক্যাচ তুলে দিলেন শামসুর শূন্য রানে। বাঁদিকে ঝাঁপিয়ে চমৎকার কায়দায় ক্যাচটা নেন জুনায়েদ সিদ্দিকী।

৩.২ ওভারে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে তখন কাঁপছে খুলনা টাইগার্সের ইনিংস। অধিনায়ক মুশফিকুর রহিম ও রাইলি রুশো ব্যাট হাতে দলের ভাঙাচোরা ইনিংস সামাল দিতে নামেন।

পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে খুলনার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২২ রান। চলতি টুর্নামেন্টে পাওয়ার প্লে’তে এটাই কোনো দলের সর্বনিম্ন রান। অবাক করার তথ্য হলো এই টুর্নামেন্টে পাওয়ার প্লে’তে সর্বোচ্চ রানের রেকর্ডও খুলনা টাইগার্সের। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে খুলনা চট্টগ্রাম পর্বে প্রথম ৬ ওভারে তুলেছিল ১ উইকেটে ৮৩ রান।

-তাহলে কি দাঁড়ালো?

পাওয়ার প্লে’তে সবচেয়ে ভালো খুলনার। সবচেয়ে মন্দও তাদেরই!

এ সম্পর্কিত আরও খবর