আবারো ব্যাট হাতে ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা

, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 14:37:16

সেই একই গল্প, একই ব্যর্থতার বৃত্তে হেটে চলা। অ্যান্টিগার পর এবার জ্যামাইকা। ভেন্যু বদলালেও বাংলাদেশের ব্যাটসম্যানরা বদলান নি! উইকেটে সুইং না থাকলে কী হবে, ব্যাটসম্যানরা আগের মতোও আসা-যাওয়ার মিছিলে সামিল হয়েছেন। কেউ বা উইকেটে কিছুক্ষণ থিতু হয়ে ছুড়ে দিয়েছেন উইকেট। এলোমেলো ব্যাটিংয়ের পসরা সাজিয়ে শেষ পর্যন্ত এখানেও হতাশ করলেন ব্যাটসম্যানরা। তারই পথ ধরে জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট বাংলাদেশ।

এর আগে শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংসে ৩৫৪ রান তুলে অলআউট হয়ে যায়। স্বাগতিকরা ৪ উইকেটে ২৯৫ রান নিয়ে দিন শুরু করলেও ম্যাচে দারুণভাবে ফিরেন টাইগার বোলাররা। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ। ৫ উইকেট নেন এই স্পিনার। আর সুইং বোলিংয়ের পসরা সাজিয়ে আবু জায়েদ চৌধুরী তুলে নেন ৩ উইকেট।

৫ উইকেট তুলে নেন মিরাজ। সেই ২০১৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫ উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম। চার বছর পর দেশের বাইরে ৫ উইকেট পেলেন বাংলাদেশের কোন বোলার।

এরপর ব্যাট করতে নেমে হতশ্রী ব্যাটিং দিয়ে ব্যাটসম্যানরা বুঝিয়ে দিয়েছে পরিবেশের সঙ্গে এখনো ঠিকঠাক মানিয়ে নিতে পারেনি! ফলো-অনে পড়ে দল। যদিও ক্যারিবীয়রা এরপর নিজেরাই ২য় ইনিংসে ব্যাট করতে নেমেছেন। তারা টেস্টের ২য় দিন শেষ তুলেছে ১ উইকেটে ১৯ রান। ৯ উইকেট হাতে রেখে তাদের লিড ২২৪ রান।

টাইগার ব্যাটসম্যানদের এই ব্যার্থতার মিছিলে যা একটু ব্যতিক্রম ছিলেন তামিম ইকবাল। সংগ্রাম করে ব্যাট করেছেন তিনি। তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪৭ রান। লিটন দাস ১২ রানে ধরেন সাজঘরের পথ। পারলেন না মুমিনুল হকও। আগের টেস্টের মতো এখানেও কথা বলল না লিটল ডায়নামাইটেসর ব্যাট। কোন রান না করেই ফিরে যান তিনি। টানা দ্বিতীয় শুন্য তার ব্যাটে।

চার নম্বরে ব্যাট করতে এসে সম্ভাবনা জাগিয়েছিলেন সাকিব আল হাসান। তবে বেশি দুর যেতে পারেন নি তিনি। ৩২ রান করে আউট টাইগার ক্যাপ্টেন। উইকেটে থিতু হয়ে বাজে শট খেলার মাশুল গুনেন তিনি। জেসন হোল্ডারের বল টেনে নিজেই নিয়ে আসেন স্টাম্পে!

মুশফিকুর রহিমের আগে ব্যাট করতে নেমে ব্যর্থ মাহমুদউল্লাহ রিয়াদ। শূন্য রানে এলবিডাব্লিউ আউট! একইভাবে আউট নুরুল হাসান সোহান। যাকে বলে পত্রপাঠ বিদায়! একইভাবে বাজে শট খেলে আউট হয়ে যান মুশফিকুর রহীমও। দুঃস্বপ্নের টেস্ট সিরিজে কিছুই করতে পারছে না বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১২ ওভারে ৩৫৪/১০ (ব্র্যাথওয়েট ১১০, স্মিথ ২, পাওয়েল ২৯, হোপ ২৯, হেটমায়ার ৮৬, চেইস ২০, ডাওরিচ ৬, হোল্ডার ৩৩*, পল ০, কামিন্স ০, গ্যাব্রিয়েল ১২; আবু জায়েদ ৩/৩৮, মিরাজ ৫/৯৩, তাইজুল ২/৮২) ও ২য় ইনিংস: ৯ ওভারে ১৯/১ (ব্র্যাথওয়েট ৮, স্মিথ ৮*, পল ০*; আবু জায়েদ ০/৮, মিরাজ ০/৮, রাব্বি ০/৩, সাকিব ১/০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৬.১ ওভারে ১৪৯/১০ (তামিম ৪৭, লিটন ১২, মুমিনুল ০, সাকিব ৩২, মাহমুদউল্লাহ ০, মুশফিক ২৪, সোহান ০, মিরাজ ৩, তাইজুল ১৮, কামরুল ০*, আবু জায়েদ ০; গ্যাব্রিয়েল ২/১৯, পল ২/২৫, কামিন্স ১/৩৪, হোল্ডার ৫/৪৪)।

এ সম্পর্কিত আরও খবর