মাত্র ১ রান চাই কোহলির

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-21 20:21:05

গুয়াহাটিতেই বিশ্বরেকর্ড গড়তে পারতেন তিনি। কিন্তু বৃষ্টিতে সর্বনাশ। মাঠেই নামতে পারলেন না ক্রিকেটাররা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অবশ্য সেই শঙ্কা নেই। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা সাড়ে সাতটায় ঠিকই মাঠে নামতে পারবেন বিরাট কোহলি। যেখানে ব্যাট হাতে এক রান তুলতে পারলেই আরেকটি পালক যুক্ত হবে ভারত অধিনায়কের সাফল্যের মুকুটে।

ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে ভারত। এই ম্যাচে মাত্র এক রান করলেই রোহিত শর্মাকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারী হবেন বিরাট।

৭৬ ম্যাচে ৭০ ইনিংসে ভারত অধিনায়ক তুলেছেন ২৬৩৩। রোহিত ১০৪ ম্যাচের ৯৬ ইনিংসে ২৬৩৩। দু'জনের এমন লড়াইটা যে আরও অনেক দিন চলবে সন্দেহ নেই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে তিন নম্বরে মার্টিন গাপটিল। নিউজিল্যান্ডের এই তারকা ৮৩ ম্যাচে ৮০ ইনিংসে তুলেছেন ২৪৩৬ রান। এরপরই আছেন পাকিস্তানের শোয়েব মালিক (২২৬৩), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০) ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২০৭৯)।

এ সম্পর্কিত আরও খবর