পাওয়ার প্লে’তে কুমিল্লার ১৬ রান, ডট বল ২১!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-23 21:55:48

পাওয়ার প্লে’তেই যেন কুমিল্লা ওয়ারির্য়সের ‘পাওয়ার’ বেরিয়ে গেল! জয়ের জন্য মাত্র ১৪২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নামা কুমিল্লা শুরুতে যেন ব্যাটিংই ভুলে গেল! প্রথম ৬ ওভারে তুলল ২ উইকেট হারিয়ে মাত্র ১৬ রান। বঙ্গবন্ধু বিপিএলে পাওয়ার প্লে’তে এটি এখন পর্যন্ত সবচেয়ে কম রানের রেকর্ড। বিপিএলের ইতিহাসে এটি পাওয়ার প্লে’তে কোনো দলের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ।

সিলেট অধিনায়ক আন্দ্রে ফ্লেচার প্রথম ছয় ওভারে মাত্র তিনজন বোলার ব্যবহার করেন। দুটি করে ওভার করেন পেসার এবাদত হোসেন ও স্পিনার নাঈম হাসান। একটি ওভার করেন অফস্পিনার সোহাগ গাজী। কুমিল্লা ওয়ারিয়র্সের প্রথম ছয় ওভারে কোনো বাউন্ডারি নেই। ছক্কা তো দূরের কথা! স্কোরবোর্ডে এই সময় জমা মাত্র ১৬ রান। ডট বল হলো ২১টি। রানের চেয়ে ডট বলের সংখ্যা বেশি!

শুরুর ছয় ওভারে কুমিল্লার চারজন ব্যাটসম্যানের কেউ ডাবল ফিগারেও যেতে পারেননি। ফারদিন হাসান ৪ বল খেলে নাঈম হাসানের বলে মাত্র ১ রান করে এলবিডব্লু হন। উপুল থারাঙ্গা ফিরলেন ১৪ বলে মাত্র ৪ রান করে। নাঈম হাসানের স্পিন বুঝে উঠতেই পারেননি তিনি।

পাওয়ার প্লে শেষ হতে মাহিদুল ইসলাম অঙ্কন হাত খুলে খেলার চেষ্টা চালান। নাঈম হাসানের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মাহিদুল একটা ছক্কা হাঁকান। কিন্তু সেই ওভারে দ্বিতীয় আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে ফিরেন।

ম্যাচে নিজের চার ওভারের স্পেলে নাঈম হাসান ২১ রানে ৩ উইকেট শিকার করে লো-স্কোরের ম্যাচে সিলেট থান্ডারকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। সাত ওভার শেষে কুমিল্লা ওয়ারিয়র্সের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৩ রান। তখনো ম্যাচ জিততে তাদের চাই ১০৯ রান।

সিলেটের তোলা ১৪১ রানের মামুলি স্কোরই তখন কুমিল্লার সামনে বিশাল দেখাচ্ছিল!

এ সম্পর্কিত আরও খবর