আফ্রিকার বর্ষসেরা সাদিও মানে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 00:49:08

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন সাদিও মানে। পুরস্কার জয়ের পথে তিনি হারান মোহাম্মদ সালাহ ও রিয়াদ মাহরেজকে।

সেনেগালের ফরওয়ার্ড মানে ২০১৮-২০১৯ মৌসুমে লিভারপুলের হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ২৭ বছরের এ তারকা স্ট্রাইকার গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে পান ৩০ গোলের দেখা। দুরন্ত এ পারফরম্যান্সই সাদিও মানে-কে এনে দিয়েছে পুরস্কার।

চলতি ২০১৯-২০২০ মৌসুমে এখনো পর্যন্ত সাদিও মানে করেছেন ১৫ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি জয়ের লড়াইয়ে পরিষ্কার ১৩ পয়েন্টে এখন এগিয়ে রয়েছে তার দল দ্য রেড শিবির।

মিশরের হুরঘাডা শহরের এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারের ট্রফি বুঝে নেন মানে। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না গত দুইবারের বিজয়ী লিভারপুলের মিশরীয় ফুটবল রাজপুত্র মোহাম্মদ সালাহ ও ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ।

কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) এই অ্যাওয়ার্ড পেতে গত তিন বছর যাবত লড়াই করে যাচ্ছিলেন মানে। কিন্তু শীর্ষ তিনে এসেই প্রতিবার হতাশ হয়েছেন এ মেগাস্টার। এবার ঠিকই তার হাতে ধরা দিল স্বপ্নের সোনার হরিণ নামক পুরস্কারটি।

এ সম্পর্কিত আরও খবর