মানবতার ডাকে সেরেনা-জোকোভিচ-নাদালের সাড়া

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 13:05:54

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন শেন ওয়ার্ন। নিজের ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন নিলামে। ব্যাপক সাড়াও পাচ্ছেন। ইতোমধ্যে তার ক্যাপের দাম উঠেছে ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলারেরও অধিক।

এগিয়ে এসেছেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ ও রুশ সুন্দরী মারিয়া শারাপোভাও। রিলিফ ফান্ডে দুজনেই দিয়েছেন ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে।

এবার মানবতার ডাকে সাড়া দিলেন রজার ফেদেরার, সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার বুশফায়ার রিলিফ ফান্ডের জন্য এ ত্রয়ী টেনিস সুপারস্টার খেলবেন প্রদর্শনী ম্যাচ।

প্রদর্শনী ম্যাচটি হবে আগামী ১৫ জানুয়ারি। অস্ট্রেলিয়ান ওপেন কোর্টে গড়ানোর ঠিক পাঁচ দিন আগে ম্যাচ হবে মেলবোর্নের রড লেভার এরিনায়।

অস্ট্রেলিয়ান খেলোয়াড় নিক কিরগিওসও খেলবেন স্তেফানোস সিতসিপাস, নাওমি ওসাকা ও ক্যারোলিন ওজনিয়াকির সঙ্গে।

সেপ্টেম্বর থেকে এখনো পর্যন্ত কমপক্ষে ২৫জন মারা গেছেন অস্ট্রেলিয়ার দাবানলে। শুধু বনাঞ্চল পুড়েনি। মারা গেছে মিলিয়ন মিলিয়ন বন্যপ্রাণী। ধ্বংস হয়েছে প্রায় দুই হাজার ঘর-বাড়ি। অপূরণীয় ক্ষতি হয়েছে জীব-বৈচিত্র্যের।

এ সম্পর্কিত আরও খবর