দুঃস্বপ্নের সিরিজে হোয়াইটওয়াশ সাকিবের বাংলাদেশ

, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 12:26:12

সাকিব আল হাসানের ঘূর্ণি বলের যাদু স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। অসাধারণ বোলিংয়ে দলটাকে জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানে অলআউট করার পর জিততে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৫ রান। নিশ্চিত করেই সেটা ছিল 'মিশন ইমপসিবল।' কারণ এবার ক্যারিবীয় দ্বীপে পা দিয়ে ব্যাটসম্যানরা একের পর এক ব্যর্থ। তারমধ্যে চতুর্থ ইনিংসে এই রান নিঃসন্দেহে আকাশ ছোঁয়া। তারপরও অন্তত লড়াই প্রত্যাশা করেছিলেন সবাই।

কিন্তু কিসের কী! আবারো সেই ব্যর্থতার বৃত্তেই বন্দি বাংলাদেশ। তিন দিনেই টেস্ট হেরে গেল সাকিবের দল। জ্যামাইকা টেস্টে টাইগারদের ১৬৬ রানে হারাল উইন্ডিজ। ২ ম্যাচ সিরিজ জিতে স্বাগতিকরা জিতল ২-০তে। এর আগে অ্যান্টিগায় প্রথম টেস্ট লজ্জায় ডুবেছিল দল। মাত্র ৪৩ রানে শেষ হয়েছিল ১ম ইনিংস। এবার তেমন অভিজ্ঞতা না হলেও ব্যাটসম্যানরা মাথা তুলে দাঁড়াতে পারল না।

হোয়াইটওয়াশ হয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়েও নিজের অবস্থান হারাল বাংলাদেশ। আট থেকে নয়ে নেমে গেছে তারা। আর আটে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার পুরো দিনে উজ্জ্বল ছিলেন শুধুই সাকিব। বল-ব্যাট দুটোতেই সফল তিনি। দিনের শুরুতেই বল হাতে ৬ উইকেট তুলে নেন তিনি। তার বোলিংয়ের সামনে মাত্র ১২৯-এ অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। যা বিদেশের মাটিতে কোন বাংলাদেশীর সেরা বোলিং। ক্যারিয়ারে ১৮বার ইনিংসে ৫ বা বেশি উইকেট নিয়ে সাকিব টপকে যান ইংল্যান্ডের ড্যারেক আন্ডারউডকে।

এরপর ব্যাট করতে নেমে টাইগার ব্যাটসম্যানরা তেমন কিছুই করতে পারলেন না। যা একটু লড়লেন সাকিব। জেসন হোল্ডার সামনে অন্যরা অসহায় আত্মসমর্পন করলেন। তামিম ইকবালের শুন্য রান দিয়ে শুরু। এরপর অন্যরা আসা-যাওয়ার দায়টুকু যেন সেরেছেন। লিটন দাসের ব্যাটে ৩৩ রান। আগের তিন ইনিংসে ব্যর্থ মুমিনুল হক করেন ১৫। এরমধ্যে সাকিবের ব্যাট থেকে আসে ৫৪ রান। মুশফিক ৩১। অন্যরা একেবারেই ব্যর্থ।

২য় ইনিংসে ৫৯ রানে ৬ উইকেট নেন জেসন হোল্ডার। এটিই টেস্টে তার সেরা বোলিং সাফল্য। আর ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। পুরো সিরিজটাই দুঃস্বপ্নের অন্য নাম হয়ে থাকল বাংলাদেশের। এই ব্যর্থতার রেশ নিয়েই ২২ জুলাই উইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজে নামবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৪/১০ ও ১২৯/১০ (ব্র্যথওয়টে ৮, স্মিথ ১৬, পল ১৩, পাওয়েল ১৮, হোপ ৪, হেটমায়ার ১৮, চেইস ৩২; আবু জায়েদ ২১/১, মিরাজ ৪৫/২, সাকিব ৩৩/৬)

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০ ও ২য় ইনিংসে ১৬৮/১০ (তামিম ০, লিটন ৩৩, মুমিনুল ১৫, সাকিব ৫৪, মাহমুদউল্লাহ ৪, মুশফিক ৩১, সোহান ০, মিরাজ ১০, তাইজুল ১৩*, কামরুল ০, আবু জায়েদ ০; হোল্ডার ৬/৫৯, গ্যাব্রিয়েল ১/২৯, পল ১/৩৪, চেইস ২/১৪)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৬৬ রানে জয়ী

সিরিজ: ২ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০তে জয়ী

 

ম্যাচ ও সিরিজ সেরা: জেসন হোল্ডার

এ সম্পর্কিত আরও খবর