বাংলাদেশ কোচের ভাবনায় ফিলিস্তিন

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:32:41

ছুটি শেষে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যোগ দিলেন জেমি ডে। ঘরের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ মিশনে শিষ্যদের নিয়ে শুরু করলেন অনুশীলন। তবে এবার শুরুতেই কঠিন পরীক্ষা। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুটবল দল। বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কার সঙ্গে লড়তে হবে জামাল ভূঁইয়াদের।

তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন শুরু হয়েছিল একদিন আগেই। বৃহস্পতিবার ক্যাম্পে যোগ দিলেন কোচ জেমি ডে। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সুখবরই শোনালেন বাংলাদেশ কোচ।

জেমি ডে বলেন, ‘আমাদের দলে ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। ওরা দিন কয়েক আগেই ফেডারেশন কাপ খেলেছে। মূল চিন্তায় বিষয় অবসাদ। যদিও আজ দেখলাম ছেলেরা ভালো অনুশীলন করেছে। আমাদের রক্ষণভাগ বেশ ভাল। কিন্তু আমাদের গোল স্কোরিং নিয়ে সমস্যা রয়েছে। প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ আর কিভাবে সুযোগ কাজে লাগানো যায়, সেগুলো নিয়ে কাজ করছি।’

তবে তার ভাবনাতে থাকছে ফিলিস্তিনও। অবশ্য গ্রুপে শ্রীলঙ্কাকে হারাতে পারলেও মিলবে সেমি-ফাইনালের টিকিট। জেমি ডে জানাচ্ছিলেন, ‘আপনারা জানেন, গতবার সেমি-ফাইনালে ফিলিস্তিনের বিপক্ষে খেলেছি আমরা। ওরা শক্ত প্রতিপক্ষ। ফিলিস্তিন ম্যাচে বড় একটা পরীক্ষা হবে। ওদের হারাতে পারলে দারুণ হবে। না পারলে সমস্যা নেই, তখন শ্রীলঙ্কাকে নিয়ে ভাবব।’

সেমিতে উঠলেও দল পাবে অপরিচিত প্রতিপক্ষ। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে এবার আসছে তিন আফ্রিকান দল- বুরুন্ডি, মরিশাস ও সিশেলস। তাদের প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে বলছিলেন, ‘এবার আফ্রিকার দলগুলো শক্ত প্রতিপক্ষ হতে পারে। ওরা শারীরিকভাবে শক্তিশালী। তাদের বিপক্ষে জয় বেশ কঠিনই হবে। ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলাও আমাদের ফুটবলারদের জন্য নতুন চ্যালেঞ্জ। আশা রাখছি সেমি-ফাইনালে উঠতে পারব আর তাদের মধ্যে যে কোনো একটি দলের বিপক্ষে লড়তে পারব আমরা।’

১৫ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু লড়াই। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

আরও পড়ুন-

ফিরলেন তপু, অভিষেকের অপেক্ষায় মানিক

উদ্বোধনী দিনেই বাংলাদেশের অগ্নি পরীক্ষা

কোচ ছাড়াই প্রস্তুতি শুরু ফুটবল দলের

এ সম্পর্কিত আরও খবর